নিজস্ব সংবাদদাতা, হুগলিঃ
১০ লক্ষ মাস্ক তৈরি করে রাজ্যের শীর্ষে জায়গা করে নিল হুগলি। বুধবার গোটা রাজ্যের পরিসংখ্যানের নিরিখে ওই সাফল্যের স্বীকৃতি মিলেছে রাজ্য সরকারের তরফে। জেলা প্রশাসন সূত্রে খবর, রাজ্যের মোট ২৫ শতাংশ মাস্কই তৈরি হয়েছে হুগলিতে।
এখানেই শেষ নয়, হুগলি জেলার মাস্কের গুণগত মান ভালো হওয়ায় মোট উৎপাদনের ৮২ শতাংশই বিক্রি হয়ে গিয়েছে। গুণগত মানের কারণে স্বাস্থ্য দফতরের প্রশংসাও পেয়েছে হুগলি জেলা। করোনা সংক্রমণ রুখতে যেদিন থেকে লকডাউন শুরু হয়েছিল, সেদিন থেকেই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মাস্ক তৈরির উদ্যোগ নিয়েছিলেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও।
আরও পড়ুনঃ এবার রায়গঞ্জে রামকৃষ্ণ আশ্রম অধিগ্রহণ বেলুড়ের
রাজ্য সরকারের তরফে এহেন স্বীকৃতি পেয়ে খুশি জেলাশাসক। তিনি জানান, “এটা বিরাট সাফল্য। একদিকে যেমন প্রয়োজনের সময় মাস্কের জোগান দিতে পেরেছি আমরা, অন্যদিকে তেমন লকডাউন পরিস্থিতিতেও স্বনির্ভর গোষ্ঠীর আয়ের সুযোগ তৈরি হয়েছিল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584