নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গতকাল রাতে বিজেপির কর্মী সমর্থকরা শালবনী থানার ভাদুতলা,বালিজুড়ি গ্রাম গুলিতে সারারাত ধরে তান্ডব চালায়।একাধিক বাড়ি ভাংচুর করে।
শুক্রবার দুপুরে বালিজুড়িতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করা হয়।তারপর থেকেই ঐ গ্রামের প্রায় চল্লিশ জন তৃণমূল কর্মী সমর্থকরা গ্রাম ছাড়া।
আরও পড়ুনঃ হামলার পাশাপাশি সোনার হার ছিনতাইয়ের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
এরপরই গতকাল রাতে প্রায় ১০০/১৫০ বিজেপি কর্মীরা বালিজুড়ি গ্রামে ঢুকে তৃণমূল কর্মী সমর্থকদের ঘর বাড়ি ভাংচুর করে।
প্রসঙ্গতঃ গত কয়েকদিন আগে ঐ এলাকার অঞ্চল সভাপতির বাড়ি ভাংচুর করে এবং অঞ্চল সভাপতিকে মারধর করা হয় বলে অভিযোগ।তারপর থেকে ভাদুতলা, বালিজুড়ি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। তারপরেও শুক্রবারের এই ঘটনায় কার্যতই পুলিশের ভুমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584