টিকে রইল প্লে-অফের বিরাট স্বপ্ন

0
113

স্পোর্টস ডেস্কঃ

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। মোহাম্মদ সিরাজের করা সেই ওভারের প্রথম বলেই আউট হন সানরাইজার্স অধিনায়ক উইলিয়ামসন। ফলে জয় থেকে ছিটকে যায় হায়দরাবাদ। ফলে বিরাট কোহলির দল ১৪ রানে জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল।

ডেভিলিয়ার্স ও মইনের জুড়ি

এর আগে ব্যাট করতে নেমে ৩৬ রানেই দুই উইকেট হারায় কোহলির দল। কোহলিও ১১ বলে ১২ রান আউট হন।এই বিপর্যয় থেকে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে উদ্ধার করেন এবি ডি ভিলিয়ার্স ও মঈন আলী। তৃতীয় উইকেটে দু’জন তোলেন ১০৭ রান। এই জুটিতেই ম্যাচে ফেরে বেঙ্গালুরু। এ দুজনের ব্যাটে ভরসা করেই ছয় উইকেটে ২১৮ রানের বিশাল টার্গেট খাড়া করে ব‍্যাঙ্গালুরু।৩৯ বলে ৬৯ রান করে আউট হন ডি ভিলিয়ার্স।

ম‍্যাচের সফলতম বোলার হয়েও হেরে মাট ছাড়তে বাধ্য

পাঁচ রান ব্যবধানে থামেন ইংলিশ অলরাউন্ডার মঈনও। ৩৪ বলে ছয় ছক্কা ও দুই চারে ৬৫ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।শেষে কলিন ডি গ্রান্ডহোমের ১৭ বলে ৪০ ও সরফরাজ খানের ৮ বলে ২২ রানের ক্যামিওর উপর ভর করে ২০০ পেরিয়ে যায় বেঙ্গালুরু। ২৭ রানে তিন উইকেট নেন হায়দ্রাবাদের স্পিনার রশিদ খান। দুই উইকেট পান সিদ্ধার্থ কউল ।

ডেভিলিয়ার্সের সেই অসাধারণ ক‍্যাচ

জবাবে ব‍্যাট করতে নেমে ৬৭ রানের ভেতর দুই ওপেনার শিখর ধাওয়ান ও অ্যালেক্স হেলসকে হারায় হায়দরাবাদ।অ্যালেক্স হেলসকে অসাধারণ ক‍্যাচে ফেরান এ বি ডেভিলিয়ির্স। সেখান থেকে দলকে জয়ের কক্ষপথে ফেরান উইলিয়ামসন ও মনিশ। তৃতীয় উইকেটে এ দু’জন গড়েন ১৩৫ রানের বিশাল জুটি।উইলিয়ামসন খেলেন ৪২ বলে ৮১ রানের ইনিংস।

উইলিয়ামসনের লড়াই

অন্যদিকে, শুরুতে রয়েসয়ে খেললেও ক্রমেই খোলস ছেড়ে বেরিয়ে আসেন মনিশ। সাত চার ও দুই ছক্কায় ৩৮ বলে ৬২ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি তিনি।একটি করে উইকেট নেন যুবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ ও মঈন আলী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here