বাড়িতে বসে ভূতের সিনেমা বানালেন পরিচালক উত্তম সরকার

0
125

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে পঞ্চম দফার লকডাউন। এই দফায় কেন্দ্র লকডাউনের বিধিনিষেধ কিছুটা শিথিল করলেও বন্ধ রয়েছে স্কুল, কলেজ, সিনেমা হল, থিয়েটার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শুটিং শুরুর অনুমতি দিলেও সংক্রমণের হাত থেকে বাঁচতে এখনও তালাবন্ধ টালিগঞ্জের স্টুডিও পাড়া। তাই এই লকডাউন পিরিয়ডেই বাড়িতে থেকে বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম বানাচ্ছেন পরিচালকরা। এতে অংশগ্রহণ করছেন টলিউডের কলাকুশলীরাও।

alarm shortfilm | newsfront.co

এবার এই লকডাউনে দর্শককে একেবারে অন্য ধারার একটি শর্টফিল্ম উপহার দিলেন পরিচালক উত্তম সরকার। সম্প্রতি এক রোমাঞ্চকর গল্প নিয়ে মুক্তি পেয়েছে উত্তম সরকার পরিচালিত শর্ট ফিল্ম ‘অ্যালার্ম’। এই ছবিতে অভিনয় করেছেন রতন, পাপিয়া, দেবাংশু। বাড়িতে বসেই শুটিং করেছেন এই ছবির অভিনেতা অভিনেত্রীরা।

আপনার ঘড়িতে যতই অ্যালার্ম বাজুক, এই ‘অ্যালার্ম’ গল্পটা কিন্তু একেবারে আলাদা। গল্পে শুরুতেই দেখা যায়, একটা ছেলে চেয়ারে বসে আছে। এমন সময় অ্যালার্মের শব্দ তাঁর কানে পৌঁছায়। এরপর সে তাঁর মোবাইল ফোনটি ভেঙে দেয়। কিন্তু এতেও কোনো লাভ হয় না।

alarm shortfilm | newsfront.co

প্রতিদিন তিনি সেই একইভাবে অ্যালার্মের শব্দ শুনতে পান। তবে কোথা থেকে এই শব্দ আসে তা বুঝতে পারে না সে। সবাইকে অ্যালার্মের কথা জিজ্ঞাসা করলেও কেউ তাকে সাহায্য করতে পারে না। উপরন্তু সবাই তাকে পাগল বলে।

আরও পড়ুনঃ চলুন বনবাসে যাই

কিছু দিন পর ছেলেটি অ্যালার্মের এই শব্দ সহ্য না করতে পেরে তাঁর একটা কান ব্লেড দিয়ে কেটে ফেলে। এরপর কি হল? শব্দটা আসলে কোথা থেকে আসছে? এই সবকিছুর উত্তর পেতে হলে দেখতে হবে প্রযোজনা সংস্থা ফ্ল্যাশব্যাক নিবেদিত ‘অ্যালার্ম’। গোটা শর্টফিল্ম জুড়ে আছে সাসপেন্স। তাহলে আর দেরি কিসের? এই লকডাউনে বিনোদনে মেতে থাকতে চটপট দেখে নিন ‘অ্যালার্ম’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here