নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
অযোধ্যার ধন্যিপুর গ্রামে পাওয়া ৫ একর জমি পেয়েছে আইআইসিএফ। এবার সেই জমির উপরে মসজিদের সঙ্গে ২০০ শয্যার আন্তর্জাতিক মানের মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানাল ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ)।
সুপ্রিম কোর্টের নির্দেশে মসজিদ নির্মাণের জন্য উত্তর প্রদেশ সরকারের দেওয়া ওই জমিতে অত্যাধুনিক হাসপাতাল গড়ার কথা আগেই জানিয়েছিল উত্তর প্রদেশ সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের এই ট্রাস্ট। ওই জমির উপরে প্রস্তাবিত ইন্দো-ইসলামিক কমপ্লেক্সের অধিকাংশ এলাকাজুড়েই থাকছে হাসপাতাল। এ ছাড়াও কমপ্লেক্সে থাকছে একটি মিউজিয়াম ও গ্রন্থাগার।
আরও পড়ুনঃ ফের নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
মঙ্গলবার আইআইসিএফ-এর মুখপাত্র আতর হুসেন জানিয়েছেন, ‘অত্যাধুনিক পরিষেবাযুক্ত একটি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল গড়ার পরিকল্পনা করা হয়েছে। দুই দফায় সম্পূর্ণ হবে হাসপাতালটি। প্রথম দফায় ১০০ শয্যার ব্যবস্থা করা হবে। বাকি ১০০ শয্যা দ্বিতীয় দফায় স্থাপন করা হবে।’
ট্রাস্টের সদস্যরা জানিয়েছেন, অযোধ্যায় পাওয়া ৫ একর জমির উপর যে হাসপাতাল তৈরি হবে, সেই হাসপাতালে সুচিকিৎসার জন্য থাকবে ক্যানসার, অঙ্গ প্রতিস্থাপন, মেরুদণ্ড, হার্ট, রোবোটিকস, অর্থোপেডিক ও এমার্জেন্সি-সহ বিভিন্ন বিভাগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584