নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাতভর গ্রামে তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।শুক্রবার রাতে কেষ্টপুর থানার চরকা গ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে।বাড়ির মহিলা সদস্যের মারধরের অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
প্রসঙ্গত নির্বাচন পরবর্তী সময়ে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে কেশপুর ৮ নং অঞ্চলের এই চড়কা গ্রাম।একসময় এখানে বিজেপির কোন অস্তিত্ব না থাকলেও ভোটের পর থেকেই বিজেপি কর্মী সমর্থকদের সংখ্যা বাড়তে থাকে।
আরও পড়ুনঃ বিজয় মিছিল ঘিরে উত্তপ্ত গঙ্গারামপুর,পুলিশের গাড়িতে ভাঙচুর,শূন্যে গুলি
দিন কয়েক আগে তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগও ওঠে বিজেপির বিরুদ্ধে।এর মধ্যেই শুক্রবার রাতে ফের এলাকা পুনর্দখলের জন্য তৃনমূল বিজেপি সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।বিজেপির অভিযোগ,পুলিশকে সাথে নিয়ে রাতভর গ্রামে তাণ্ডব চালায় তৃণমূল। গোটা গ্রাম চরম আতঙ্কে ভুগছে।উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584