২৬ শের ধর্মঘটে শামিল এবার গৃহ পরিচারিকারাও

0
98

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

২৬ শে নভেম্বর বৃহস্পতিবার পরিচারিকারা কাজে নাও আসতে পারেন। কারণ বিভিন্ন শ্রমিক ও গণ সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটে এবার তারাও শামিল হবেন। এমনটাই দাবি করেছে গৃহ পরিচারিকাদের নিয়ে সিপিআই(এম) ও এসইউসি (আই)-র দুটি সংগঠনের নেতৃত্ব।

citu | newsfront.co
ফাইল চিত্র

সংগঠন দুটির তরফে আলাদা ভাবে জানানো হয়েছে, লকডাউন পর্বে তারা অনেক মাসের বেতন পাননি। অনেক ক্ষেত্রে কাজ করতে আসা বাড়ির গৃহকর্তা বা গৃহকর্ত্রীরা তাদের বাড়িতেই ঢুকতে দেননি। ন্যূনতম মজুরির ধারে কাছেও তারা টাকা পান না।

আরও পড়ুনঃ গিলের ছাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেন ভূতের বাসা! বিক্ষোভ জনতার

এবিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়েই তাদের বিষয়ে উদাসীন। তাই নিজেদের অধিকার রক্ষার তাগিদে তারা এদিন নিজেদের ইচ্ছায় সাধারণ ধর্মঘটে শামিল হবেন।

আরও পড়ুনঃ একুশের প্রথমেই মনসুকার ঝুমি নদীর উপর সেতু তৈরির কাজ শুরু, জানালেন ঘাটালের বিধায়ক

বুধবার কলকাতা পুরনিগমের কেন্দ্রীয় ভবনে ধর্মঘটের সমর্থনে মিছিল হয়। এদিন কেএমসি শ্রমিক কর্মচারী, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ঠিকা শ্রমিকদের মিছিল ও সভা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here