গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

0
62

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার সুকদেবপুর পুটিমারি এলাকায়।

housewife burnt | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনার পর থেকেই পলাতক স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। পুলিশ সূত্রে খবর, মৃত ওই গৃহবধূর নাম সবিতা সরকার (২০)। অভিযুক্ত স্বামী উৎপল মন্ডল। মৃতার পরিবার সূত্রে খবর গঙ্গারামপুর থানার শিববাড়ি এলাকার বাসিন্দা দিলীপ সরকারের মেয়ে সবিতা সরকারের সাথে প্রায় দেড় বছর আগে সুকদেবপুর পুটিমারি এলাকার বাসিন্দা উৎপল মন্ডলের বিয়ে হয়।

আরও পড়ুনঃ ১৩৫ কেজি গাঁজা উদ্ধার মুর্শিদাবাদের ইসলামপুরে

বিয়ের পরে ছোটখাটো অশান্তি লেগেই থাকত বলে অভিযোগ পরিবারের। এদিন দুপুরে মৃতা সবিতা সরকারের সাথে তার দিদার শেষ কথা হয়, এরপর সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ মৃতার পরিবারের লোকজন সবিতা সরকারের মৃত্যু সংবাদ পায়।

খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে যায় সুকদেবপুর পুটিমারি এলাকায়। সেখানে গিয়ে দেখতে পায় সবিতা সরকারের অগ্নিদগ্ধ মৃতদেহ।

ঘটনার খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে সবিতা সরকারকে। এ বিষয়ে মৃতার পরিবারের লোকজন থানায় অভিযোগ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here