শুভম বন্দ্যোপাধ্যায় কলকাতাঃ
লকডাউনের মধ্যেই পণের দাবিতে প্রবল গঞ্জনা শুনে থাকতে না পেরে আত্মহত্যা করেছিলেন চিৎপুরের হর্ষমুখী রোডের বাসিন্দা প্রিয়াঙ্কা সাহা (২৬)।
২১ মে গায়ে কেরোসিন তেল ঢেলে অগ্নিসংযোগ করে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। ২৭ মে রাতে আর জি করে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুনঃ কাশ্মীরে ধৃত লস্কর-ই-তৈবা’র জঙ্গির ৩ শাগরেদ
সেই ঘটনার পর থেকেই প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির সদস্যরা ছিলেন পলাতক। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর রাতে শাশুড়ি অঞ্জলি সাহা, শ্বশুর রতন সাহা এবং স্বামী সমর সাহাকে বারাসত থেকে গ্রেফতার করা হয়েছে।
এদেরকে শিয়ালদহ এসিজেএম ইন্দ্রনীল চক্রবর্তীর এজলাসে তোলা হয়। যদিও প্রিয়াঙ্কার ননদ এখনো পলাতক। ধৃত তিনজনকে ১২ জুন পর্যন্ত পুলিশ হেফাজত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারি মুখ্য আইনজীবী অরূপ চক্রবর্তী ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584