অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

0
238

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

বিয়ের পাঁচ মাসের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল অন্তঃসত্ত্বা গৃহবধূ।ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার জি প্লট গ্রাম পঞ্চায়েতের সত্য দাসপুর এলাকায়।

housewife dead body rescue | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা যায় গত ৫ মাস আগে মৃতা কবিতা ভক্তার(১৭) সঙ্গে স্থানীয় যুবক স্বপন মল্লিকের বিয়ে হয়।দুজনের মধ্যে সম্পর্ক ছিল মধুর।কেউ কাউকে ছেড়ে ও কোথাও যেত না। সাঁওতাল সম্প্রদায়ের মানুষ হওয়ায় মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করত।

গতকাল একইসঙ্গে বাড়িতে তাস খেলতে বসে মেয়ে জামাই,শশুর শাশুড়ি।খেলা শেষ হলে শ্বশুর-শাশুড়ি ঘুমাতে চলে যায়।শ্বশুর শাশুড়ি জামাই মেয়ে সবাই একই বাড়িতে থাকে।মেয়ে-জামাইয়ের যথারীতি বাড়িতে ঘুমিয়ে পড়ে কিছুটা দূরে মৃতার বোন শুয়ে থাকে।আজ মৃতার বর প্রাতঃক্রিয়া করতে বাইরের দিকে যায়।বাড়িতে চিৎকার-চেচামেচি শুরু হয়।

দৌড়ে এসে এলাকার মানুষজন দেখতে পায় বাড়ির মধ্যে গলায় কাপড় দিয়ে ঝুলছে কবিতা।তড়িঘড়ি নামালেও ততক্ষণে মারা গেছে সে।

নিজস্ব চিত্র

এই বিষয়ে মৃতার বাবা-মা বলেন জামাই এবং মেয়ের মধ্যে কোনরূপ কোন ঝগড়া হয়নি দুজনার মধ্যে খুবই মিল ছিল কিন্তু কেন গলায় দড়ি দিল তা বুঝতে পারছে না তারা।এমনকি কখন গলায় দড়ি দিয়েছে সেটাও তারা জানতে পারেনি।

আরও পড়ুনঃ বালুরঘাটে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

এলাকাবাসী প্রশ্ন একই বাড়িতে কিছুটা দূরে সবাই যখন ঘুমাচ্ছে গলায় দড়ি দিল কেউ কিছু বুঝে উঠতে পারল না কেন।গোবর্ধনপুর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করলে আজ দেহ কাকদ্বীপ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে।

ময়নাতদন্ত রিপোর্টের পর আসল তথ্য জানা যাবে বলে মন্তব্য করেন এলাকার মানুষ।তবে জামাই এর প্রতি কোন অভিযোগ নেই কারও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here