নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
জাতীয় সড়কে চলাচলকারী ট্রাক সহ অন্যান্য যানবাহনের চালক ও খালাসিদের হাতে খাবার তুলে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন রায়গঞ্জের মহিলারা।
সংসারের কাজের ফাঁকেই পণ্য পরিবহনের সাথে যুক্ত ট্রাক চালকদের জন্য রান্না করছেন রায়গঞ্জ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রমীলা বাহিনী৷ পাতে তুলে দিচ্ছেন ভাত, খিচুড়ি, সয়াবিনের তরকারি, ডিম সেদ্ধ সহ অন্যান্য খাবার।
আরও পড়ুনঃ শহরাঞ্চলের দুঃস্থদের খাদ্যসামগ্রী দিলেন রায়গঞ্জের বিধায়ক
জেলখানা পাড়া মহিলা দুর্গোৎসব কমিটির অন্যতম সদস্যা রূপা ভৌমিক বলেন, লকডাউনের কারণে জাতীয় সড়কের ধারে কোনও হোটেল বা খাবারের দোকান খোলা নেই।
ফলে পণ্য পরিবহনের পাশাপাশি জাতীয় সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহন চালক ও খালাসিদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেই কথা মাথায় রেখেই নিজেদের সামর্থ্য অনুযায়ী রান্না করা খাবার বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584