সিমা পুরকইত,দক্ষিন ২৪ পরগনাঃ
জয়নগরে গনধর্ষনের শিকার গৃহবধূ।কাজ সেরে কলকাতা থেকে বাড়ী ফেরার পথে তিনি আক্রান্ত বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে জয়নগর থানার বহরু ষ্টেশন সংলগ্ন এলাকায়।আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দুই যুবক।
অনান্য দিনের মতো কলকাতা থেকে কাজ সেরে ডাউন কাকদ্বীপ লোকাল ট্রেনে চেপে বাড়ী ফিরছিলো বহরু অঞ্চলের উত্তরপাড়া নীচ গ্রামের এই গৃহবধূ।ট্রেন লেট থাকায় বহরু ষ্টেশনে রাত ১০:৩০ মিনিটে নামেন তিনি।স্টেশনে নেমে এলাকার এক মহিলার সাথে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় অন্ধকার রাস্তায় তাদের পথ আটকে দাঁড়ায় তিন যুবক।ওই গৃহবধূর সঙ্গী পালাতে সক্ষম হলেও তিন জনের হাত থেকে রেহাই পাননি তিনি।টেনে হিঁজরে তাকে একটি সবেদা বাগানের মধ্যে নিয়ে যায় তিন যুবক। সেখানেই তারা একের পর এক গণধর্ষণ করে বলে অভিযোগ।
এরইমধ্যে আক্রান্ত মহিলার সঙ্গী গ্রামের মানুষকে সব কথা জানালে তারা ছুটে আসে ঘটনাস্থলে।ততক্ষণে অভিযুক্তরা গৃহবধূকে ফেলে রেখে পালিয়ে যায়।বাগান থেকে গৃহবধূকে উদ্ধার করে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।ওখানেই প্রাথমিক চিকিৎসার পর জয়নগর থানায় ওই তিন যুবকের নামে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুনঃ বিয়ে বাড়িতে আসা আট বছরের শিশু কন্যাকে ধর্ষণ
গৃহবধূর অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ রাজেশ খান ও সাহিল হালদার নামে দুই যুবককে গ্রেফতার করে।তাদের জেরা করে রোহিত লস্কর নামে আরও এক যুবকের নাম জানতে পারে পুলিশ,তবে ঘটনার পর থেকে পলাতক রোহিত লস্কর।পুলিশ তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে।আজ দুজনকে বারুইপুর আদালতে তোলা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584