নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ইদের দিন স্ত্রীকে বাপের বাড়িতে যেতে না দিতে চাওয়ায় দাদা, ভাইকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে এসে স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত কমলাবাড়ী গ্রাম পঞ্চায়েতের কসবা মহেশো গ্রামে।
অস্ত্রের আঘাতে আহত স্বামীর নাম রফিকুল ইসলাম। তিনি স্থানীয় এক বিএড কলেজের চতুর্থ শ্রেণীর কর্মী। এদিকে আহত রফিকুল ইসলামকে তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, রফিকুল ইসলামের সঙ্গে বছর তিনেক আগে হেমতাবাদ ব্লকের সমাসপুর এলাকার বাসিন্দা সফুরা বেগমের বিয়ে হয়।
আরও পড়ুনঃ কুলপিতে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার
শনিবার ইদের দিন বাপের বাড়ি যাওয়ার বায়না করে স্ত্রী সফুরা বেগম। কিন্তু স্বামী যাওয়া হবে না জানালে এই নিয়ে শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায় । পরে শনিবার সন্ধ্যায় সমাসপুরে বাবার বাড়িতে চলে যায় সফুরা বেগম।
এরপর রবিবার রাতে ওই গৃহবধূ তার দাদা ও ভাইকে সঙ্গে নিয়ে এসে আচমকাই স্বামীর ওপর হামলা চালায় বলে অভিযোগ স্থানীয়দের । স্বামীকে মাথায় ধারালো অস্ত্রের কোপ চালিয়ে সেখান থেকে চম্পট দেয় সফুরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584