নিউজফ্রন্ট, কোলকাতা:
অবিলম্বে টেটে এবং এসএসসি উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগ দিতে হবে করতে হবে-এগুলোই ছিল দাবি। তাই সকাল থেকেই সল্টলেকের ময়ূখ ভবনের নিকট ভিড় জমতে শুরু করে। বেলা যত গড়িয়েছে সেই ভিড় জনজোয়ারের রূপ নিয়েছে-আর একটাও যেন অতনু মিস্ত্রির মতো করুণ পরিণতি এ রাজ্যের বুকে না ঘটে৷ আন্দোলনকারীদের স্লোগান- ‘মৃত্যু হয়নি অতনুর, মৃত্যু হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার৷’ সব মিলিয়ে স্কুলে শিক্ষক নিয়োগের দাবীতে বুধবার কলকাতার রাজপথ উত্তাল হয়ে উঠেছিল, রাজ্যের শিক্ষিত বেকারদের কন্ঠ গর্জে উঠেছিল।
কিন্তু দিনের শেষে কি মিলল?সেকেন্ড ফেজের নোটিস।এই নোটিফিকেশনকে অনেকে সাফল্য মনে করলেও সেটা কি আদৌ সাফল্য-উঠছে প্রশ্ন।
সেইতো আপার প্রাইমারি ধামাচাপা পড়ে গেল ।অনেক সংবাদ মাধ্যম দাবি করেছিল আগষ্টের তৃতীয় সপ্তাহ থেকেই নাকি ইন্টারভিউ শুরু হবে। কিন্তু বাস্তবে তা হলনা।তাই প্রশ্ন উঠছে- এই ফেজ কতদিন চলবে? আদৌ কি নিয়োগ হবে?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584