নিজস্ব সংবাদদাতা,ওয়েব ডেস্কঃ
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদকচক্র নিয়ে তদন্ত চালাচ্ছে নার্কটিক্স বিভাগ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। মাদক কাণ্ডে আরো জিজ্ঞাসাবাদের জন্য এনসিবির তরফে সমন পাঠানো হয়েছে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, রাকুলপ্রীত সিংয়ের মত প্রথম সারির অভিনেত্রীদের।
প্রকাশ্যে এসেছে বলিউডের বেশ কয়েকজন বড় তারকার হোয়াটস অ্যাপের কথোপকথন, যেখানে মাদক কারবারীদের সঙ্গে তারকাদের আলোচনা প্রকাশ্যে এসেছে। এরপরই হোয়াটসঅ্যাপের গোপনীয়তা ও সুরক্ষা নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বলি অভিনেত্রী দীপিকা পাডুকোনের হোয়াটস অ্যাপ চ্যাট ফাঁস হতেই নেটিজেনরা হোয়াটস অ্যাপের নীতিগুলি নিয়ে সরব হয়েছে। চ্যাট মানেই তা গোপন থাকার কথা। কিন্তু তা সম্পূর্ণ গোপন থাকে না।
আরও পড়ুনঃ কঙ্গনার বিরুদ্ধেও হোক মাদক-তদন্ত দাবি বিজেপি নেতার
হোয়াটসঅ্যাপে যা চ্যাট করা হয় তা ইচ্ছে করলেই হ্যাক করতে পারে কেউ অথবা অ্যাপ অ্যাডমিনিস্ট্রেটররাও দেখতে পারেন সেই চ্যাট। এইভাবেই এতদিন ইন্টারনেটে লিক হয়েছে বহু ব্যক্তিগত মুহূর্তের ছবি, বহু গোপন কথোপকথন।
এইসব ঘটনা থেকে ইউজারদের মুক্তি দিতেই হোয়াটসঅ্যাপে রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এদেশের হোয়াটসঅ্যাপ ইউজারদের সকলের হোয়াটসঅ্যাপেই এটি রয়েছে। হোয়াটসঅ্যাপ ডাউনলোড করলেই ডিফল্ট সেটিং হিসেবে চালু হয়ে যায় এনক্রিপশন।
আরও পড়ুনঃ মোদীকে ইয়ো ইয়ো টেস্টের তাৎপর্য বোঝালেন বিরাট
এরপর অন্য যে কারও সঙ্গে চ্যাট করতে গেলে হোয়াটসঅ্যাপ জানিয়ে দেয় যে তিনিও এই এনক্রিপশন আপডেট ডাউনলোড করেছেন কি না। যদি করে থাকেন তবে ইউজার এবং সেই ব্যক্তির কাছে মেসেজ আসবে যে এই চ্যাটটি এন্ড টু এন্ড এনক্রিপটেড।
এর অর্থ হল চ্যাটে যা লেখা হবে অথবা হোয়াটসঅ্যাপ কলে যা কথা হবে তা কেউ হ্যাকও করতে পারবে না এবং হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও জানতে পারবে না কী কী কথা হল। এবার প্রশ্ন হল এই নীতি থাকা স্বত্ত্বেও কীভাবে ফাঁস হল দীপিকা পাডুকোনের হোয়াটস অ্যাপ চ্যাট?
আরও পড়ুনঃ টিকটকের বাজার ধরতে ভারতে প্রথম ইউটিউব ‘শর্টস’
আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের বিষয়ে হোয়াটসঅ্যাপের বিভিন্ন ধরণের নিয়ম রয়েছে। সংস্থাটি তার ব্লগে জানিয়েছে যে অনুরোধ দায়েরের সময় হোয়াটসঅ্যাপ থেকে রেকর্ড চাওয়া আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশিকা অনুসরণ করতে হবে।
হোয়াটসঅ্যাপ ব্লগ জানিয়েছে, “আমরা অ্যাকাউন্টের রেকর্ডগুলি কেবলমাত্র আমাদের পরিষেবার শর্তাদি এবং প্রযোজ্য আইন অনুসারে প্রকাশ করি। অতিরিক্তভাবে, আমরা মূল্যায়ন করব যে অনুরোধগুলি মানবাধিকার, যথাযথ প্রক্রিয়া এবং আইনের শাসন-সহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা”।
ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপটি ৯০ দিনের জন্য সরকারী অপরাধ তদন্তের সঙ্গে অ্যাকাউন্ট রেকর্ড সংরক্ষণের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক জমা দেওয়া অনুরোধগুলি পর্যালোচনা করা হয় না। এর অর্থ হ’ল কোনও নিউজ চ্যানেল হোয়াটসঅ্যাপে লিখতে এবং ব্যবহারকারীর চ্যাট অ্যাক্সেস করতে পারে না।
দীপিকা এবং তার পরিচালক করিশ্মার যে হোয়াটস অ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে তার কারণ অন্য হতে পারে। জানা গিয়েছে, সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার জয়া সাহার ২০১৭ সালের এক হোয়াটস অ্যাপ চ্যাটের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করা হবে দীপিকাকে।
জয়া সাহা’ র মোবাইল ফোন তদন্ত করে এনসিবির হাতে তথ্য এসেছে৷ এনডিটিভির একটি রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে ড্রাগ বিষয়ক লেনদেন দীপিকা পাড়ুকোন ও তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশের নাম উঠে এসেছে ৷
গুগল ড্রাইভ, আইক্লাউড, বা এই জাতীয় কোনও প্ল্যাটফর্মের যে কোনও বার্তা ব্যাক আপ করা থাকলে তা হোয়াটসঅ্যাপের শেষ থেকে শেষ সুরক্ষা দ্বারা আওতাভুক্ত হয় না। এক্ষেত্রে সুরক্ষিত চ্যাটগুলিতে অ্যাক্সেস পেতে আইন প্রয়োগকারী কর্মকর্তা কেবল সন্দেহযুক্তের ফোন এবং ফোন ক্লোনিং প্রক্রিয়াটি ব্যবহার করে অন্য ডিভাইসে এর একটি ক্লোন তৈরি করতে পারেন।
এই প্রক্রিয়াটির মাধ্যমে এজেন্সিগুলি এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ডিভাইস থেকে মুছে ফেলা হলেও বার্তাগুলি পুনরুদ্ধার করতে পারেন। তবে, চ্যাট ফাঁসের সবচেয়ে সহজ এবং অনুমানযোগ্য উপায় চ্যাটটির স্ক্রিনশট করা এবং এটি অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া।
আপনি যদি কারও ফোনে পাসওয়ার্ড জানেন এবং চ্যাটগুলি অ্যাক্সেস করতে পারেন তবে আপনি কেবলমাত্র একটি স্ক্রিনশট নিতে পারেন। তাই এনক্রিপশন ভাঙ্গা সহজ না হলেও এইভাবে চ্যাটগুলি অ্যাক্সেস করা অনেক সহজ। আর ঠিক সেই কারণেই খুব সহজেই জয়া সাহা’র হোয়াটস অ্যাপ চ্যাট অ্যাক্সেস করা সম্ভব হয়েছে। কারণ তিনি গুগল ড্রাইভ বা অ্যাপলের আইক্লাউডে তার চ্যাট ইতিহাসের ব্যাক আপ করে রেখেছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584