দেখে নিন কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট গুগল ড্রাইভে ব্যাক আপ ও রিস্টোর করবেন

0
100

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ফোন পালটানো দরকার, কিন্তু ভয় পাচ্ছেন হারিয়ে যাবে পুরনো সব হোয়াটসঅ্যাপ চ্যাট? কোন চিন্তা নেই। সব হোয়াটসঅ্যাপ চ্যাট খুব সহজে ব্যাক আপ নিতে পারবেন গুগল ড্রাইভে আর রিস্টোরও করতে পারেন খুব সহজে। তার জন্য আপনার ফোনে একটি গুগল অ্যাকাউন্ট অ্যাকটিভেটেড থাকতে হবে আর ইন্সটল করা থাকতে হবে গুগল প্লে সার্ভিস।

Whatsapp

এবার দেখে নেওয়া যাক গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাক আপের সহজ পদ্ধতিঃ

• প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলে চলে যান সেটিংস অপশনে।

• এবার ট্যাপ করুন চ্যাট > চ্যাট ব্যাক আপ > ব্যাক আপ টু গুগল ড্রাইভে।

• দেখতে পাবেন ব্যাক আপ ফ্রিকোয়েন্সি। নেভার ছাড়া যেকোনটি বেছে নিন। বা ম্যানুয়াল পদ্ধতিও অবলম্বন করতে পারেন।

• এবার একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করুন যেটিতে আপনি ব্যাক আপ নিতে চান। যদি কোন গুগল অ্যাকাউন্ট কানেক্টেড না থাকে সেক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্ট এ ট্যাপ করে লগ-ইন করে নিন।

• এবার শেষ ধাপ- আপনাকে সিলেক্ট করে নিতে হবে নেটওয়ার্ক। ওয়াই-ফাই ব্যবহার করে ব্যাক আপ নেওয়া সুবিধে জনক নাহলে ফোনের ডেটার খরচ বাড়বে।

ব্যাস, এবার কিছুক্ষণের মধ্যেই আপনার পুরনো চ্যাট-এর ব্যাক আপ নেওয়া হয়ে যাবে গুগল ড্রাইভে। এতক্ষণে নিশ্চয় হাতে পেয়ে গেছেন নতুন ফোন! ফিরিয়ে আনতে হবে সব পুরনো চ্যাট। খুবই সহজ পদ্ধতি।

দেখা যাক কিভাবে নতুন ফোনে গুগল ড্রাইভে ব্যাক আপ নেওয়া চ্যাট ফিরিয়ে আনবেনঃ

• প্রথমেই মাথায় রাখবেন পুরনো ফোন নম্বর এবং ব্যাক আপ নেওয়া গুগল ড্রাইভের গুগল অ্যাকাউন্ট যেন নতুন ফোনে অপরিবর্তিত থাকে।

• রি-ইন্সটল করে ফেলুন হোয়াটসঅ্যাপ। ভেরিফাই করুন মোবাইল নম্বর।

• স্ক্রিনে ‘রিস্টোর’ বাটন ট্যাপ করুন। এবার শুরু হয়ে যাবে গুগল ড্রাইভ থেকে চ্যাট ও মিডিয়া রিস্টোর হওয়া।

• রিস্টোরেশন প্রক্রিয়া যেই শেষ হবে ‘নেক্সট’ ট্যাপ করুন। ইনিশিয়ালিজেশন শেষ হয়ে গেলেই সব পুরনো চ্যাট ডিসপ্লে-তে দেখতে পাবেন। শেষ হল আপনার চ্যাট রিস্টোর করা। এরপরে রিস্টোর হবে আপনার মিডিয়া ফাইলগুলি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here