ফোন চুরি! কিভাবে আপনার ব্যাঙ্কিং পরিষেবা ও তথ্য সুরক্ষিত রাখবেন?

0
42

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

আপনার ফোন চুরি হয়েছে? তাহলে আপনার ফোনে থাকা ব্যাংকের তথ্য, মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা ও অনলাইন ওয়ালেট সুরক্ষিত রাখতে আপনাকে অবশ্যই নিচের পদক্ষেপগুলি অনুসরণ করা উচিত।

Smart Phone use
প্রতীকী চিত্র

সিম কার্ডটি ব্লক করুন:

মোবাইল হারালেই প্রথম যে কাজটি আপনার অবশ্যই করা উচিত সেটা হল আপনার মোবাইলে ব্যবহৃত সিম কার্ডটি ব্লক করা। কারণ সিম ব্লক করার অর্থই আপনার মোবাইলে থাকা সমস্ত অ্যাপ্লিকেশনগুলোও ব্লক করা, যাতে করে আপনার রেজিস্টার করা ফোন নম্বর-এ কোন ওটিপি (OTP) না যায়।

মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস ব্লক করুন:

আপনার রেজিস্টার করা ফোন নম্বরে মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসের ওটিপি আসে। তাই ফোন হারালে অবশ্যই সিম ব্লক করার সঙ্গে সঙ্গে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা ব্লক করুন।

ইউপিআই (UPI) পেমেন্ট পরিষেবা ডিএক্টিভেট করুন:

অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা হাতের নাগালে না পেলে চোর আপনার ইউপিআই পেমেন্ট পরিষেবার মাধ্যমে টাকা হাতানোর চেষ্টা করতে পারে। তাই অবিলম্বে ইউপিআই পেমেন্ট সার্ভিস ডিএক্টিভেট করুন।

মোবাইল ওয়ালেট পরিষেবা বন্ধ করুন:

গুগল পে, ফোন পে, পেটিএম প্রমূখ মোবাইল ওয়ালেট পরীক্ষাগুলো মানুষের জীবনে নিয়ে এসেছে অনাবিল আনন্দ। কিন্তু এগুলো যদি খারাপ হতে পারে তাহলে আপনার আনন্দ বদলে যেতে পারে দুঃখে। তাই ফোন হারানো মাত্রই, সংশ্লিষ্ট অ্যাপের হেল্পডেস্কে গিয়ে যতক্ষণ না ঐ ওয়ালেট গুলো সেটাপ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত সাময়িকভাবে ওই পরিষেবা গুলো বন্ধ করুন।

পুলিশের কাছে যান ও রিপোর্ট করুন:

উপরের কাজগুলো করার পর, আপনার ফোন চুরি বা হারানোর রিপোর্ট অবশ্যই পুলিশের কাছে করুন। একইসঙ্গে এফআইআর কপি বা জিডি(জেনারেল ডায়েরি) নম্বরের তথ্য নিয়ে নিন। পরে আপনার ফোন যদি মিস ইউজ হয় বা টাকা খোয়া যায় তাহলে অবশ্যই আপনি এই রিপোর্টের ভিত্তিতে অভিযোগ জানাতে পারবেন।

আরও পড়ুনঃ ডেটা সুরক্ষা বিল প্রকাশ হওয়ার পরেই প্রাইভেসি পলিসি পরিবর্তন, জানাল হোয়াটসঅ্যাপ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here