ছাত্রছাত্রীর যোগ্যতা নয় ‘ধর্মই’ যোগ্যতার মাপকাঠি !

0
244

শুভশ্রী মৈত্রঃ

আজ ২২ জুলাই ফল প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২১ এর। টিভিতে লাইভ দেখানো হচ্ছে, ফল ঘোষণা করছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান, করোনা আবহে হয়নি পরীক্ষা তাই প্রকাশ করা হয়নি মেধা তালিকা। কিন্তু নম্বরের বিচারে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৪৯৯ এবং ঘটনাচক্রে এককভাবে একজন ছাত্রী ওই নম্বরের অধিকারী। পরীক্ষার্থী মুর্শিদাবাদ জেলার বাসিন্দা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের।

WBCHSE President
মহুয়া দাস, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি

আশ্চর্যজনক ভাবে সংসদ প্রধানের ঘোষণায় ধারাবাহিকভাবে তিনবার শোনা গেল যে একটি মুসলিম মেয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে। সংসদের ইতিহাসে কেউ একক ভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন বা একজন ছাত্রী সর্বোচ্চ নম্বর পেয়েছেন এগুলির থেকেও তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হলো ছাত্রীর ধর্ম পরিচয়! এ কোন পরিস্থিতিতে বাস করছি আমরা যে একবিংশ শতকের দ্বিতীয় দশকে পৌঁছেও ‘ধর্মীয় পরিচয়’ আমাদের অন্য সব পরিচয়কে ছাড়িয়ে যাচ্ছে!

Rumana Sultana with her parents
পরিবারের সাথে রুমানা সুলতানা। নিজস্ব চিত্র

দেশে ধর্মীয় বৈষম্য ও বিদ্বেষ সৃষ্টি করার জন্যে আমরা একটি বিশেষ রাজনৈতিক দলকে নিশানা করে থাকি, কিন্তু সমাজকে বাদ দিয়ে তো রাজনীতি হয় না! সমাজের তথাকথিত উচ্চ স্তরে পড়েন এঁরা, একাডেমিক ডিগ্রির ওজনও বেশ ভারী বলাই বাহুল্য কিন্তু তাঁরাই যদি ধর্মীয় সংকীর্ণতার বাইরে বেরোতে না পারেন তাহলে সেসব কাদের থেকে আর আশা করতে পারি আমরা? বিশেষত তিনি নিজে একজন মহিলা কিন্তু তাঁর কাছে উল্লেখযোগ্য মনে হলো একটি মুসলিম ছাত্রী সর্বোচ্চ নম্বর পেয়েছে শুধু ‘ছাত্রী’ শব্দটি নয়; এতো অতীব ভয়ের কথা পরের প্রজন্মের কাছে! তাদের যোগ্যতা কি এখন থেকে তাদের ধর্ম নির্দিষ্ট করে দেবে?

হয়তো দেখা যাবে (বা যাবেনা) আগামীকালই সংসদ প্রধান তাঁর বক্তব্যের একটি মানানসই ব্যাখ্যা দেবেন বা ক্ষমা প্রার্থনা করবেন কিন্তু যাই করুন না কেন সেটা হবে ঘটনার অভিঘাতে ‘আফটার থট’। আরো ভয়ের কথা হলো এনারা সরাসরি শিক্ষা জগতের সাথে যুক্ত তাঁদের মানসিকতা তো আরো উন্নত, আরো সংস্কার মুক্ত হওয়ার কথা! শুধু পুঁথিগত বিদ্যাকে ভরসা করে আর যাই হোক উন্নত সমাজ গড়ে উঠতে পারে না! কিন্তু সমাজের সংস্কার যাদের হাত ধরে হওয়ার কথা তারাই যদি এধরণের সংস্কারাচ্ছন্ন হন কার ভরসা করবে সমাজ?

২০২১ সালে দাঁড়িয়ে যদি আমাদের বলতে হয় বা শুনতে হয় একটি মুসলিম মেয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে তাহলে আসুন প্রস্তুত হই আগামী দিনে একটি হিন্দু কায়স্থ মেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছে, একটি শিয়া মুসলিম মেয়ে দ্বিতীয় হয়েছে বা একটি হিন্দু ব্রাহ্মণ ছেলে তৃতীয় হয়েছে এসব শোনার জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here