নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
গত বছর সেপ্টেম্বর মাসে আমেরিকার হিউস্টন শহরের একটি বিশালাকার স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হাউডি মোদি’ সমাবেশে প্রায় ৫০,০০০ প্রবাসী ভারতীয় লাখ লাখ করতালির সাথে প্রধানমন্ত্রীকে সাদর আমন্ত্রণ জানিয়েছিল। সেই স্টেডিয়ামে মূলত সংখ্যা লঘু মার্কিন ভারতীয়দের উপস্থিতিই বেশি ছিল, ভারতবর্ষে যাদের প্রভাব অনেকটাই।
এই ঘটনার ঠিক ৪ মাস পরে এই জনগণেরাই অসাংবিধানিক আইন সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছে। রয়টার্স সূত্রে জানা যায়, গত মাসে হার্ভার্ড থেকে সানফ্রান্সিসকো পর্যন্ত সংখ্যাগুরু মার্কিন ভারতীয় মোদি সরকারের স্বায়ত্তশাসনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছে।

জানা গেছে, মার্কিন ভারতীয় সংখ্যালঘুদের মোদির প্রতি জন্মানো এই সাম্প্রতিক ঘৃণা প্রকৃত অর্থে যথেষ্ট গভীর। একজন ভারতীয় অভিবাসী নিধি(পদবী প্রকাশে অনিচ্ছুক) জানাচ্ছেন, ধর্মকে কেন্দ্র করে গঠিত এই আইন পুরোপুরি অসাংবিধানিক এবং এর পরেও কেউ যদি এই আইনের সমর্থনে কথা বলেন, তাহলে বুঝতে হবে সে পরোক্ষভাবে মোদি সরকারের অন্যায়কেই সমর্থন করছে। নিধি নিজের পরিসর টেক্সাস থেকে সাধ্যমতো এই আইনের বিরোধিতা করছেন। তবে তিনি জানান, তার পরিবারের কেউ কেউ হিউস্টনে ‘হাইডি মোদি’ সমাবেশে গিয়েছিল, তাই তিনি সংবাদমাধ্যমের কাছে তার পদবী জানাতে অনিচ্ছুক।
ভারতের মতো গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মের ভিত্তিতে দেশের আপামর মুসলিম সম্প্রদায়কে তাচ্ছিল্য করে যে আইন নির্মিত হয়েছে, তাই প্রবাসী ভারতীয়দের মোদির প্রতি অসম্মান ও ঘৃণাকে বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন নিধি। তিনি বলেন, প্রতিবাদকারী মার্কিন ভারতীয়রা সংখ্যা লঘু হতে পারে ঠিকই কিন্তু মোদির প্রতি তাদের এই ঘৃণা এবং বিক্ষোভ নির্ভেজাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584