ফালাকাটায় সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজ, খুশি স্থানীয়রা

0
186

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

ফালাকাটাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হল।অবশেষে ব্লক বাসীর দাবি মেনে ফালাকাটা রেল স্টেশনে হাওড়া-গৌহাটি সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজ চালু হল মঙ্গলবার। তাই খুশির হাওয়া গোটা ব্লক জুড়ে।

train | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার সন্ধ্যায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা,উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএমকে এস জৈন সহ অন্যান্য রেল আধিকারিকরা ৷

guwahati | newsfront.co
নিজস্ব চিত্র

বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ফালাকাটায় সরাই ঘাট এক্সপ্রেসের প্রথম স্টপেজের সূচনা হল ৷এদিন জন বার্লা বলেন, সংসদে তিনি এই দাবি তুলেছিলেন। বহুবার রেলমন্ত্রী পীযুষ গোয়েলের কাছে এই বিষয়ে অনুরোধ করেছিলেন তিনি।

john barla | newsfront.co
জন বার্লা, সাংসদ ৷ নিজস্ব চিত্র

অবশেষ তার দাবিকে মান্যতা দেওয়ায় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান সাংসদ জন বার্লা। পাশাপাশি বার্লা আরও বলেন, ডুয়ার্সের এই এলাকা থেকে বহু মানুষকে চিকিৎসার কাজে ব্যাঙ্গালোরে যেতে হয়।

আরও পড়ুনঃ পথ দুর্ঘটনা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ফারাক্কা ব্রিজে

তিনি ইতিমধ্যেই ব্যাঙ্গালোরগামী একটি ট্রেন ফালাকাটায় স্টপেজের ব্যাপারে রেল মন্ত্রীর সাথে কথা বলেছেন। সেই দাবিও দ্রুত পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here