মঙ্গলবারে আর বসবে না হাওড়ার শতাব্দী প্রাচীন মঙ্গলাহাট

0
172

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ

হাওড়ার শতাব্দী প্রাচীন মঙ্গলাহাট আর মঙ্গলবার নয়। এবার দিন পরিবর্তন হচ্ছে মঙ্গলাহাটের। করোনা আবহে দীর্ঘ ৬ মাস ধরে হাওড়ার এই হাট বন্ধ রয়েছে। মঙ্গলাহাট খোলার জন্য আন্দোলনে নেমেছেন সেখানকার দোকানদাররা। আগামী ১৯ সেপ্টেম্বর ফের বসবে এই হাট। দু’সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করা হবে হাটের কারবার। তারপর ফের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এবার আর মঙ্গলবার নয়, হাট বসবে শনিবার।

Manglahat | newsfront.co
হাওড়ার মঙ্গলাহাট। ফাইল চিত্র

করোনা আবহে ভিড় এড়াতে মঙ্গলাহাট বন্ধ রাখা হয়েছিল। যার কারণে কয়েক হাজার পরিবারে রুটি-রুজির টান পড়েছে। কেনা-কাটা বন্ধ থাকায় আর্থিক অবস্থা সঙ্গীন এখানকার ব্যবসায়ীদের। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনের নির্দেশে গত ২৪ মার্চ থেকে মঙ্গলাহাট বন্ধ রাখে প্রশাসন।

আরও পড়ুনঃ সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজ্যে আসছে পদ্মার ইলিশ

হাট চালু হওয়ার পর দু’সপ্তাহ দেখা হবে যে কোভিড রীতি মেনে হাটে ব্যবসা হচ্ছে কিনা। কোভিড সংক্রমণ বেড়ে যাচ্ছে কি না সেদিকেও নজর রাখবে প্রশাসন। হাওড়া জেলা প্রশাসনের সিদ্ধান্ত, যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে তাহলে ফের হাট বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ করোনা আবহে এবছর দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে তর্পণ করা যাবে না

জানা গিয়েছে, শনিবার রাত ৯ টা থেকে খুলবে হাওড়ার মঙ্গলাহাট। চলবে রবিবার সকাল ৬ টা পর্যন্ত। এখন শুধু স্থায়ী দোকানগুলিই চালু থাকবে। আপাতত হাওড়া ময়দান চত্বর জুড়ে রাস্তার ফুটপাতে বসা খুচরো বিক্রেতা এবং স্টলগুলিকে বসার অনুমতি দেওয়া হচ্ছে না।

প্রশাসন সূত্রে খবর, প্রথম শনিবার রাতের মঙ্গলাহাটে কীরকম জমায়েত হচ্ছে, কোভিড স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, সেইসব পর্যবেক্ষণ করে ধাপে ধাপে হাটের পুরানো চেহারা ফিরিয়ে আনা হবে। তবে এবার আর সোম ও মঙ্গল দু’দিন নয়, এবার মঙ্গলাহাট বসবে সপ্তাহে একদিন, শনিবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here