নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ভ্যালেন্টাইন্স ডে’র আবহে ১৫ ফেব্রুয়ারি আকাশ আট -এর পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘হয়তো তোমারই জন্য’। এই ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে জাহ্নবী নামের এক তরুণী। সে আইন নিয়ে লেখাপড়া করে।
প্রখ্যাত আইনজীবী ভবতোষ লাহিড়ীর কাছে ইন্টার্ন করে জাহ্নবী ওরফে জয়ী। জাহ্নবীর আছে আরও দুই বোন৷ জাহ্নবীদের বাবা তাদের ছেড়ে চলে গিয়ে অন্য মৌচাকে বাসা বেঁধেছে। জাহ্নবীরা তাদের মা অনুপমার সঙ্গে থাকে। অনুপমা পেশায় নার্স।
ওদিকে গল্পের নায়ক আদিত্য লাহিড়ীও পেশায় আইনজীবী। সে জীবনে কোনওদিন ক্লাসে সেকেন্ড হয়নি। স্বভাবতই তার মা সুতানুকার তাকে ঘিরে অনেক স্বপ্ন। আদিত্য বেশ অহঙ্কারী, একগুঁয়ে এবং ওভার কনফিডেন্ট। এই আদিত্যর সঙ্গেই কেস লড়ে তাকে একদিন হারিয়ে দেয় জুনিয়র অ্যাডভোকেট জাহ্নবী৷ কী হবে এরপর? শত্রুতা নাকি ভালোবাসা কোন পথে হাঁটবে আদিত্য আর জাহ্নবীর জীবন?
আদিত্যর বাবা শিব নারায়ণ লাহিড়ী কোর্টের বিচারপতি। দাদা ইন্দ্র নারায়ণ লাহিড়ীও একজন আইনজীবী। আদিত্য, ইন্দ্রদের মা সুতানুকা সমাজসেবী। ইন্দ্রর স্ত্রী স্বাতী চাকুরিরতা।
এই ধারাবাহিকে আদিত্যর চরিত্রে জিতু কমল আর জাহ্নবীর চরিত্রে সম্পূর্ণা মণ্ডল। আদিত্যর বাবার চরিত্রে রয়েছেন বিপ্লব দাশগুপ্ত, মায়ের চরিত্রে চৈতি ঘোষাল, দাদার চরিত্রে পলাশ গাঙ্গুলি, বৌদির চরিত্রে সায়ন্তনী সেনগুপ্ত।
ওদিকে জাহ্নবীর বাবা তথাগতর চরিত্রে কৃষ্ণকিশোর মুখার্জি, মা অনুপমার চরিত্রে চুমকি চৌধুরী, জাহ্নবীর সৎ মায়ের চরিত্রে মিশর বসু। অন্যান্য চরিত্রে রয়েছেন বোধিসত্ত্ব মজুমদার, নিশা পোদ্দার, সৌরভ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।
নরেন্দ্রপুরের সিনহা রায় স্টুডিওতে গড়ে উঠেছে সেট। প্রসঙ্গত, এই ধারাবাহিকে আদিত্য এবং জাহ্নবীর বয়সের মধ্যে বেশ খানিকটা ফারাক দেখানো হবে। পরিচালনার দায়িত্বে আছেন সুদীপ্ত ঘটক। সম্পূর্ণার কথায়, আমি পড়ি ক্লাস টেন -এ। এখনই এমন একটা ক্যারেক্টার পেয়ে ভাল যেমন লাগছে তেমনি চ্যালেঞ্জিং-ও মনে হচ্ছে।
সায়ন্তনীর কথায়, এই বারই প্রথম আমায় এমন একটা চরিত্র দেওয়া হয়েছে যেখানে আমি বদমাইশি করছি না। শাশুড়ির আদরের বৌমা।
আরও পড়ুনঃ বিষাদের সুর ‘সৌদামিনীর সংসার’-এর সেটে
জিতুও বেশ আপ্লুত চরিত্র নিয়ে। তিনি জানান- “আকাশ আটের সঙ্গে এটা আমার প্রথম কাজ। খুব অহঙ্কারী আমার চরিত্রটা। অনেকেই প্রোমো দেখে বলছেন নায়িকাকে আমার থেকে অনেকটা ছোট লাগছে। না, ‘লাগছে’ না। ওকে ছোটই দেখানো হবে আমার বিপরীতে। জাহ্নবী সবে প্রফেশনে এসেছে। আর আমি অনেকগুলো কেস জিতে নিয়েছি পাঁচ বছরে। এরপর ওদের দুজনের জীবন কোথায় গিয়ে মিলে যায় বা আলাদা হয় সেটাই দেখার৷ খুব ভাল আগছে আকাশ আটের সঙ্গে কাজ করে৷ আড়ম্বর কম। আতিথেয়তা, আন্তরিকতা বেশি। অনেক বেশি সিস্টেমেটিক৷ লকডাউনের পর এটা আমার প্রথম মেগা। মহালয়া করেছি স্টার জলসায়। তবে, মেগা এটাই প্রথম। আমি নিজেই কাজ করিনি এই পরিস্থিতিতে।”
আরও পড়ুনঃ দুই ভিন্ন সেটে আইবুড়ো ভাত খেলেন রুদ্র-প্রমিতা
চৈতি ঘোষাল জানান- “সুতানুকা মমতাময়ী, রাগী, ভালোবাসে, মজাও করে আবার সে সিরিয়াসও বটে। চারপাশের ঘটনা অনুযায়ী সে বদলায়। রক্তমাংসে গড়া একটা মানুষ যে। অনেক শেড আছে চরিত্রটাতে। আকাশ আট সবসময় ভাল কিছু দেয়। যে ভাবনা নিয়ে এই চরিত্রটা নিয়েছি নিরাশ হইনি। বেশ ভাল একটা চরিত্র। খুব ভাল স্ক্রিপ্ট লিখছে শ্রাবস্তী। খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত আমি। ইচ্ছে না হলে, ভাল না লাগলে কাজ করি না আমি। এই চরিত্রটা মনে ধরেছে গল্পটা শোনার পরেই। তাই আজ আমি সুতানুকার চরিত্রে।”
১৫ ফেব্রুয়ারি থেকে সোম থেকে শনি সন্ধে সাড়ে ৭ টায়, আকাশ আট-এর পর্দায় দেখুন ‘হয়তো তোমারই জন্য’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584