আঁকা – গান নিয়েই লকডাউনের সময় কাটছে সৃষ্টির

1
261

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

এখনও বাকি উচ্চ মাধ্যমিকের বাকি দুটো পরীক্ষা। লকডাউনের গেরোয় বন্ধ দৈনিক জীবন চৰ্চার গতিবিধিও। তবে এই অবসরেই নিজের সৃজনশীলতাকে আরও উন্নত করে তুলেছে বালুরঘাট নিবাসী সৃষ্টি মুখার্জী।

HS Girl Sristi | newsfront.co
নিজস্ব চিত্র

গান ও আঁকাকে সঙ্গী করেই নিজের লকডাউনের সময় অতিবাহিত করছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সঙ্গীতানুরাগী সৃষ্টি নিজের শহরে সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ হয়ে উঠেছে কম বয়সেই। তবে আমপান ও করোনার প্রকোপে বিধ্বস্ত মানুষের জন্য ব্যাথিত সেও।

activity | newsfront.co
নিজস্ব চিত্র

সুস্থ হোক পৃথিবী, গৃহহীন, অর্ধাহারে থাকা মানুষ গুলো পাক বেঁচে থাকার রসদ, এই কামনা করেছে মুখার্জী বাড়ির এই মেয়ে। যৌথ পরিবারে বড়ো হওয়া সৃষ্টির স্বপ্ন জজ হয়ে মানুষকে ন্যায় বিচার দেওয়া। কিন্তু করোনা ও লকডাউনের আবহে তা এখন বিশ বাঁও জলে।

আরও পড়ুনঃ শিক্ষামন্ত্রীর আবেদনে পিছিয়ে পড়া আদিবাসী ছাত্র -ছাত্রীদের বিশেষ ক্লাস জঙ্গলমহলে

Drawing | newsfront.co
নিজস্ব চিত্র

“ছোট বোনের সাথে খুনসুটি আর দাদু দিদার সাথে আড্ডা জমিয়েই নিজের অবসর কাটছে। কখনও একাকিত্ব গ্রাস করেনি আমাকে, যৌথ পরিবারে থাকা এটা সব থেকে মজা ” সাফ জবাব সৃষ্টির।

arts | newsfront.co
নিজস্ব চিত্র

উচ্চ মাধ্যমিক শেষ হলে ঘুরতে যাওয়ার প্ল্যান স্থগিত রয়েছে। তাই নিজের ভবিষ্যত ও সংগীতের উপরই মনোনিবেশ করতে চাইছে সে। মধ্যবিত্ত পরিবারের সাদামাটা গৃহবধূ মা ও সরকারি কর্মী বাবার জবাব মেয়ে আমাদের মানুষ হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here