মাসের শেষে ১২৮ কোটির বিদ্যুতের বিল,চক্ষু চড়ক গাছ বৃদ্ধের

0
107

খালিদ মুজতবা,ওয়েবডেস্কঃ

বৃদ্ধ শামীম। চিত্র সৌজন্যঃ এএনআই

আবারো বিদ্যুতের বিল দেখে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হলো উত্তরপ্রদেশের এক বৃদ্ধের। পাহাড় প্রমাণ বিদ্যুতের বিল দেখে চক্ষু চড়কগাছ উত্তরপ্রদেশের হাপুরের চামরি গ্রামের বাসিন্দা বৃদ্ধ শামীমের।

যেখানে তার বিল আসে ৭০০ থেকে ৮০০ টাকা সেখানে এ মাসে রাজ্য বিদ্যুৎ দফতরের থেকে বিল পাঠিয়েছে ১২৮ কোটি টাকারও বেশি।

নিজস্ব চিত্র

এত বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে মাথায় হাত বছর ষাটের ওই বৃদ্ধের।বিদ্যুৎ দফতরের এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে ফল হয় উল্টো।বিদ্যুৎ দফতর থেকে লোক এসে তার বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে যায়।

 electric bill | newsfront.co
বিদ্যুৎ বিল। চিত্র সৌজন্যঃ এএনআই

সংবাদ সংস্থা এএনআই কে শামীম জানিয়েছেন, “আমার বাড়িতে বিল পাঠানো হয়েছে ১,২৮,৪৫,৯৫,৪৪৪ টাকার।এখন কিভাবে এত টাকার বিল দেবো সেটা ভেবেই রাতের ঘুম উড়ে যাচ্ছে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগে জানাতে গেলাম, তারা এসে আমার বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে গেল। বলা হল যতক্ষণ পর্যন্ত ওই টাকা দিতে না পারি ততক্ষণ সংযোগ জোড়া হবে না।”

সংবাদমাধ্যমকে শামীম আরো জানিয়েছেন, “মনে হচ্ছে গোটা হাপরের বিল চাপিয়ে দেওয়া হয়েছে আমার উপরে।আমার ঘরে মাত্র একটি ফ্যান ও কয়েকটা বাল্ব জ্বলে।তাতে এত বিল আসে কি করে !”

এই বিপুল অঙ্কের বিল নিয়ে হইচই পড়ে গিয়েছে গোটা এলাকায়। এ নিয়ে বিদ্যুৎ দফতরের ইঞ্জিনিয়ার রাম শরণ বলেন, “এটা কোন টেকনিক্যাল ফল্ট হতে পারে।উনি যদি বিলটি আনেন তাহলে আমরা নতুন বিল বানিয়ে দেবো। এটা কোন বড় ব্যাপার নয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here