অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
প্রয়াত দিয়েগো মারাদোনার নামে কোকেন পাচার। ২.৬৫ কেজি ওজনের কোকেন ধরা পড়েছে, ঘটনা ইস্তানবুল বিমানবন্দরে।
ইস্তানবুলে ২.৬৫ কেজি ওজনের কোকেন ধরা পড়েছে। বিমানবন্দর পুলিশ সূত্রে খবর সদ্য প্রয়াত দিয়েগো মারাদোনার ১২টি ছবির নীচে লুকিয়ে পাচার করা হচ্ছিল। বিমানবন্দর কর্মীরা অবশ্য কোকেন পাচারের এই ছক ভেস্তে দেন।
আরও পড়ুনঃ সৌরভকে দেখতে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী
মারাদোনার ১২টি ছবি থেকে কোকেন উদ্ধার জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় উদ্ধার করা এই কোকেনের মূল্য প্রায় ১ কোটি ৬৬ লক্ষ। ৭২ বছরের এক বৃদ্ধ জার্মান কলোম্বিয়া থেকে ইস্তানবুল আসেন। তাঁর সঙ্গে ছিল মারাদোনার ১২টি ছবি। সেই ছবির মধ্যে করেই কোকেন পাচার করার চেষ্টা করছিলেন ঐ বৃদ্ধ।
আরও পড়ুনঃ সৌরভের আরোগ্য কামনায় বিরাটরা
পুলিশ কুকুর খুঁজে দিল কোকেন বিমানবন্দরের এক্স রে মেশিনে জার্মান ব্যক্তির জিনিসপত্রে সন্দেহজনক কিছু ধরা পড়ে। এখানে পুলিশ কুকুরদের বিশেষ ভূমিকা রয়েছে। পুলিশ কুকুররা বিমানবন্দর পুলিশকে সন্দেহজনক কোকেন খুঁজে পেতে সাহায্য করে। মারাদোনার ছবির ভিতর কোকেন মুড়ে পাচার, করা হচ্ছিল সেটা দেখা গিয়েছে ভিডিওতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584