নিত্য যানজটে নাজেহাল বুদবুদ বাজার

0
55

সুদীপ পাল,বর্ধমানঃ

huge daily traffic in the market
যানজট।নিজস্ব চিত্র

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনা ছাউনি গড়ে উঠেছিল।সেই সেনা ছাউনিকে কেন্দ্র করে বাজারে গড়ে উঠেছিল। তারপর সময় বদলেছে। বাজার আস্তে আস্তে বড় হয়েছে।বড় হয়েছে জনবসতিও। কিন্তু বাজারে আনাজ ব্যবসায়ীদের বসার জন্য নির্দিষ্ট জায়গা নেই। ফলে রাস্তার ধারে তাঁদের বসতে হচ্ছে। তার জেরেই সারাক্ষণ যানজট লেগে থাকছে বর্ধমান জেলার বুদবুদ বাজারে। জানা যায় এই বাজার এলাকায় প্রায় সাতশো ছোট বড় দোকান রয়েছে। মাছ বাজার থেকে শুরু করে আনাজ এমনকি সাধারণ দোকানও প্রচুর।কিন্তু আনাজ বেচা কেনার জন্য নির্দিষ্ট জায়গা নেই। ফলে অন্য দোকানের সামনে ইট দিয়ে জায়গা ঘিরে দিয়ে তাতেই বিক্রি শুরু করেন বিক্রেতারা।

আরও পড়ুন: নবীন নাগরিকদের পরিচয়পত্র প্রদান

অথচ এই বাজারের মধ্যে দিয়ে যে রাস্তা যাচ্ছে,তা হল পুরনো জাতীয় সড়ক। একদিকে রয়েছে বর্ধমান অন্যদিকে দুর্গাপুর আসানসোল। এখন এই রাস্তায় জাতীয় সড়কের মত বড় গাড়িগুলি না গেলেও বাস নিয়মিত যাতায়াত করে।কিন্তু বাজারে এত ভিড় থাকে যে ক্রেতাদের দাঁড়াবার মত জায়গা থাকে না স্থান সংকুলানের জন্য। ফলতঃপ্রায় সারাদিনই যানজট লেগেই থাকে বুদবুদে।ব্যবসায়ীরা বলছেন অবিলম্বে এই বাজার এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা করা এবং এই বাজার এলাকায় নির্দিষ্ট স্থান বিক্রেতাদের জন্য দরকার।গলসি ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চট্টোপাধ্যায় বলেন,এই বাজার সমস্যা মেটাবার জন্য বেশ কিছু পরিকল্পনা রয়েছে। দ্রুত সমস্যা মিটিয়ে ফেলা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here