তামিলনাড়ুতে এসডিপিআই’য়ের মহাসমাবেশ

0
141

ইমাম সাফিঃ

গত কয়েকবছরে রাজনীতিতে এসডিপিআই ভারতবর্ষের দলিত ,মুসলিম ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে কাজ করছে। রবিবার তামিলনাড়ুর ত্রিচিতে এসডিপিআইয়ের এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ,সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতানেত্রীগণ বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন ।

তামিলনাড়ুর ত্রিচি জেলায় কায়েদে -এ -মিল্লাত গ্রাউন্ডের এদিনের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিপিআই এর সর্বভারতীয় সভাপতি এমকে ফাঈজি ,সর্বভারতীয় সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ , বিশিষ্ঠ সমাজসেবী ও ধর্মীয় গুরু স্বামী অগ্নিবেশ ,ওমেন ইন্ডিয়া মুভমেন্টের তামিলনাড়ু রাজ্যসভাপতি এস নাজমা বেগম ,তামিলনাড়ু এসডিপিআই এর রাজ্য সভাপতি নেলয় মুবারক ,এসডিপিআই এর জাতীয় সহ সভাপতি দেহলান বাকভি ,রাজ্য সাধারণ সম্পাদক নিজাম মোহায়দিন , পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার তামিলনাড়ু রাজ্য সভাপতি ইসমাইল ,জাতীয় কংগ্রেসের তামিলনাড়ু রাজ্য সভাপতি সহ অন্যান্য ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।

সভায় উপস্থিত বক্তাগণ উগ্র হিন্দুত্ববাদীদের দেশব্যাপী দলিত , মুসলিম ও ধর্মীয় নেতৃবৃন্দের উপর হামলার ও গো রক্ষার নামে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা জানান ।বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে রাফায়েল দুর্নীতির অভিযোগ আনেন ,কৃষক আত্মহত্যা ,পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন ।
অন্যদিকে এই দিনের সভায় স্বামী অগ্নিবেশ আরএসএসের কার্যকলাপের তীব্র সমালোচনা করেন ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here