সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
পাটের ক্ষেতে ঘাস মারার জন্য বিষ দেওয়ার ফলে রাণীনগর ২ ব্লকের শিবনগর সহ বিভিন্ন এলাকায় প্রায় দুইশ বিঘা জমির পাট নষ্ট হয়ে গিয়েছে। এই বিশাল পরিমাণ ক্ষতির মুখে পড়ে মাথায় হাত চাষীদের।
জানা গিয়েছে স্থানীয় রেজাউল সেখের ফাটিলাইজারের দোকান থেকে পাটের জমির ঘাস মারার জন্য প্রায় ৬০ জন চাষী Buyer কোম্পানির Sunrise নামের একটি বিষ নিয়ে জমিতে স্প্রে করেছিল , যতজন চাষী ওই বিষ জমিতে ব্যবহার করেছিলেন তাঁদের সকলের জমির পাট নষ্ট হয়ে গেছে ।
আরও পড়ুনঃ রাণীনগরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষীরা দোকানদারের উপর চাপ সৃষ্টি করলে , সালিশ বসে এবং বিঘা প্রতি সাড়ে চার হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়। এই হিসাব মেনেই বিঘা প্রতি সাড়ে চার হাজার করে চাষীদের দিয়েছেন বলে জানিয়েছেন দোকানদার রেজাউল সেখ । তবে তাঁর অভিযোগ যে দোকান থেকে তিনি ওই ঘাস মারা বিষ কিনেছিলেন সেই বিক্রেতা বা ডিস্ট্রিবিউটর কেউই ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে উচ্চ বাচ্য করছেন না বা প্রস্তুতকারকের সঙ্গে কথা বলার উদ্যোগও নিচ্ছেন না। রেজাউল শেখের দাবি এর আগে কখনো ওই বিষে কোন সমস্যা হয়নি। এই বারই কেন হল সে বিষয়ের দায় এড়াতে পারে না প্রস্তুতকারক সংস্থাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584