আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

0
56

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক :

আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি উত্তরবঙ্গের জেলাগুলিতেও। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন মুষলধারে বৃষ্টিতে ভাসবে পাহাড়ের পাঁচ জেলা। কোথাও কোথাও হলুদ ও কমলা সতর্কতাও জারি করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে। বঙ্গোপসাগরের উপর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। সেই কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশি। এছাড়া, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সেই নিম্নচাপের অভিমুখ হবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। ওড়িশা, ছত্রিশগড় হয়ে এটি মধ্যপ্রদেশের দিকে যাবে। এদিকে মৌসুমী অক্ষরেখাও সক্রিয়। ফলে আরও কয়েকদিন নাগাড়ে বৃষ্টিতে ভিজতে হবে শহরবাসীকে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আরও কিছুদিন বৃষ্টির দাপট দেখা যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে। অন্যদিকে, বৃহস্পতিবার ও শুক্রবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটারের বেশি। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে আরও জানা যায়, যে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে দু’এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। আজ, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৭ শতাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here