মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
এতদিনে স্বস্তি পেলেন মদ ব্যবসায়ীরা। পাশাপাশি আনন্দে আত্মহারা হয়েছেন মদপ্রেমী মানুষরাও। এখন দমবন্ধ জীবন থেকে বেরিয়ে মুক্ত বাতাসে বিহঙ্গের মতো উড়ছেন তাঁরা। সোমবার থেকে শর্ত সাপেক্ষে মদের দোকান খোলার কথা জানিয়েছিল কেন্দ্র সরকার।
রাজ্য সরকারের পক্ষ থেকে তেমন কোন সরকারি নির্দেশ দেওয়া না হলেও চাউড় হয় যে, এ রাজ্যেও খুলছে মদের দোকান। আর তাতেই পড়ে যায় হুড়োহুড়ি এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে শুরু করে শহর কলকাতার মদের দোকান গুলির সামনে জমতে থাকে ভীড়।
কালীঘাটের মদের দোকানের সামনে হুড়োহুড়ি করে মদ কিনতে ব্যস্ত হয়ে পড়লেন বহু মানুষ। সকাল সকাল সামাজিক দূরত্বের কথা ভুলে গা ঘেঁষাঘেঁষি করে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছিলেন বেশ কিছু মদপ্রেমী মানুষ। তবে মুখে মাস্ক পড়তে ভোলেননি কেউই। কিন্তু তাতে কি সংক্রমণ এড়ানো সম্ভব?
আরও পড়ুনঃ মালদহ শহরে ভিড় সরাতে পুলিশের লাঠি, গ্রেফতার ৫১
সামাজিক দূরত্ব না মেনে মদ কেনার এইরূপ দৃশ্য চোখে পড়তেই মৃদু লাঠিচার্জ করল পুলিশ। পুলিশের তাড়া খেয়ে দৌড়তে গিয়ে সরু গলির মধ্যে কারও কারও পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়ে যায়। গত ২৫ মার্চ দেশব্যাপী লকডাউন শুরু হওয়ার পর থেকে অন্য বহু দোকানের মতো মদের দোকানও বন্ধ ছিল।
সরকারি সূত্রে জানা যায়, সোমবার থেকে শুধুমাত্র গ্রিন জোন ও অরেঞ্জ জোনেই নয় মদের দোকান খোলা থাকবে রেড জোনেও। তবে সব মদের দোকান খোলা রাখা হবে না। নির্দিষ্ট সময়ের জন্য ৩০ শতাংশ মদের দোকান খোলা থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584