কোভ্যাকসিন-এর হিউম্যান ট্রায়াল শুরু হল পাটনায়

0
105

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সম্ভাব্য করোনা প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগের কাজ শুরু হল দেশে। জুলাইয়ের মধ্যেই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। সোমবার পাটনার অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস) পরীক্ষার সূচণা করল। আইসিএমআর-এর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

covaxin | newsfront.co
ফাইল চিত্র

ভারত বায়োটেক ও ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজির যৌথ উদ্যোগে তৈরি করোনার এই বিশেষ প্রতিষেধক। পাটনায় মোট ১৮ জন স্বেচ্ছাসেবীর উপর প্রয়োগ করা হয় এই প্রতিষেধক। আইসিএমআর সূত্রে খবর, কোভ্যাকসিন যাদের উপর প্রয়োগ করা হয়েছে সেইসব স্বেচ্ছাসেবীদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। ট্রায়াল শুরুর আগে প্রত্যেকেরই মেডিক্যাল চেকআপ করা হয়।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ

রিপোর্ট হাতে আসার পর সেই রিপোর্ট ভালো করে দেখেন চিকিৎসকরা। এরপর দেওয়া হয় ভ্যাকসিনের প্রথম ডোজ। এরপর অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের সকলকে দুই থেকে তিন ঘন্টা পর্যবেক্ষণ করা হয়। এরপর যদি চিকিৎসকরা সবুজ সংকেত দেন তবেই পরবর্তী ডোজ প্রয়োগ করা হবে ওই স্বেচ্ছাসেবীদের শরীরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here