এটিএম থেকে পাওয়া ২০ হাজার টাকা ফেরালেন তুফানগঞ্জের দুই যুবক

0
45

মনিরুল হক, কোচবিহারঃ

সততার নজির স্থাপন করলো তুফানগঞ্জের দুই যুবক। আজ তুফানগঞ্জ শহরের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের মেইন গেটের সামনে থাকা একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম কাউন্টারে টাকা তুলতে আসেন দোলা দত্ত ও ভোলা মণ্ডল।

Social worker | newsfront.co
টাকা হাতে দুই যুবক। নিজস্ব চিত্র

এটিএম কাউন্টারে ঢুকে কার্ড পাঞ্চ করার সময় দেখেন বেশ কিছু টাকা এটিএম থেকে বের হয়ে আছে। তারপর ওই টাকা গুনে জানতে পারেন সেখানে ২০ হাজার টাকা রয়েছে। ওই টাকা পেয়েই দুই বন্ধু মিলে সাথেই থাকা ওই ব্যাঙ্কের ম্যানেজারকে সমস্ত কথা জানিয়ে পুরো টাকাটাই জমা করে দেন।

Local people | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লাভপুরে তারাশঙ্করের বৈঠক ভবনের নব রূপায়ণ

ওই দুই যুবক জানিয়েছেন, হয়ত এর আগে যিনি ওই এটিএম থেকে টাকা তুলেছেন, তিনি কোন ভাবে টাকাটা নিতে ভুলে গিয়েছিলেন। সেই কারণেই তারা টাকা তুলতে গিয়ে ওই টাকা পেয়েছেন। ব্যাঙ্ক চেষ্টা করলেই সেই ব্যক্তির হদিশ করে টাকাটা তার হাতে তুলে দিতে পারবেন বলে বিশ্বাস ওই দুই যুবকের। এই সময় এমন সততার নজির স্থাপন করা ওই দুই যুবককে নিয়ে খুশি তুফানগঞ্জের অনেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here