বিমানের চাকায় দেহাংশ, তালিবানদের হাত থেকে ‘বাঁচতে’ গিয়ে এই পরিণতি ‘জীবনের’!

0
103

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

গণতন্ত্রের স্বাদ পাওয়ার পরে আর তালিবানি শাসনে ফিরতে চাননি তাঁরা, শুধু এটুকুই চাওয়া। কিন্তু দেশ চলে গেছে তালিবানদের দখলে, যাঁরা যেভাবে পারছেন পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। হাজার হাজার আফগান যে কোন রকম ঝুঁকি নিয়ে শুধু বেরোতে চান দেশ থেকে। তার জন্য কখনো বিমানে গাদাগাদি করে চেপে বসছেন।

US Air Force
ছবি সৌজন্যেঃ পিটিআই

আবার কেউ বিমানে জায়গা না পেয়ে কখনো বিমানের ইঞ্জিনের ওপর আবার কখনো বিমানের চাকায় উঠে বসছেন। উদ্দেশ্য একটাই, কোনমতে দ্রুত দেশের সীমানা পেরোনো। এভাবেই প্রাণ চলে যাচ্ছে কত মানুষের তার হিসেব কে রাখে!

এমনই সব ভয়ংকর চিত্র ধরা পড়েছিল বিমানের ভেতরে থাকা যাত্রীদের ক্যামেরায়। উড়ানের মাঝপথে দেখা যায় বিমানের প্রপেলারের উপর ধাক্কা খাচ্ছে শুধু দুটি পা। মঙ্গলবার মার্কিন বায়ু সেনার তরফেও জানানো হল যে, তাদের সি-১৭ বিমানের চাকায় মানবদেহের অংশ মিলেছে।

সোমবার থেকেই কাবুলের হামিদ কারজ়াই আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গিয়েছিল শুধু মানুষের ঢল। প্রাণ বাঁচানোর তাগিদে ১৫০ যাত্রী বহনকারী মার্কিন বিমানে চেপে বসেছিলেন ৬৮০ জন আফগান। মাটিতেই গাদাগাদি করে কোনও রকমে চুপ করে বসেছিলেন তারা। বিমানের উপরে, চাকার পাশে বা ডানার উপরও লোককে বসে থাকতে দেখা যায়।

আরও পড়ুন কাবুল ছেড়েছে মা-বাবা, প্লাস্টিকের ঝুড়িতে পড়ে আছে একরত্তি!

উড়ান শুরু হওয়ার কিছুক্ষণ পরই বিমান থেকে খসে পড়ছেন দুইজন। সোশ্যাল মিডিয়ায় সে ছবি দেখে কেঁপে উঠেছেন মানুষ। শোনা যায় তাদের আর্তনাদও, বাড়ির ছাদে আছড়ে পড়ে সেই মৃতদেহগুলি। প্রশ্ন ওঠে বাকি যারা বিমানের চাকা বা অন্য অংশ আঁকড়ে ধরে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন, তারা কি সুরক্ষিতভাবে আমেরিকায় পৌঁছতে পেরেছিলেন?

আরও পড়ুনঃ “অপেক্ষায় আছি কবে তালিবান জঙ্গিরা আমাকে খুন করবে”, বললেন আফগানিস্তানের প্রথম মহিলা মেয়র

আফগানিস্তানে উদ্ধারকাজে যাওয়া মার্কিন বায়ুসেনার বিমান সি-১৭-এর তরফে একটি বিবৃতি দিয়ে মঙ্গলবার জানানো হয় যে ওই বিমানের চাকায় পাওয়া গিয়েছে মানবদেহের অংশ। এমন ঘটনা কিভাবে ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়। বিবৃতিতে আরও জানানো হয়েছে, বায়ু সেনার বিশেষ তদন্ত দফতর সাধারণ মানুষের মৃত্যু সম্পর্কে যাবতীয় তথ্য খতিয়ে দেখছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট ও ভিডিয়োও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here