নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
জল্পনা সত্যি হল। তৃণমূলে যোগ দিলেন চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। মঙ্গলবার কালনায় তৃণমূলের মঞ্চে সস্ত্রীক দেখা যায় প্রাক্তন দুঁদে পুলিশ কর্তাকে। এদিন তৃণমূলের নেত্রীর উপস্থিতিতে হুমায়ুন কবীরের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায় প্রাক্তন আইপিএস-এর মুখে।
আগামী এপ্রিল মাস পর্যন্ত চাকরির মেয়াদ ছিল হুমায়ুন কবীরের। পেয়েছিলেন এক্সটেনশনও। কিন্তু তিন মাস বাকি থাকতেই গত ২৯ জানুয়ারি আচমকাই চাকরি থেকে ইস্তফা দেন তিনি। ব্যক্তিগত কারণে চাকরি থেকে ইস্তফার সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন প্রাক্তন আইপিএস। যদিও জল্পনা ছিল হুমায়ুন কবীর তৃণমূলে যোগ দিতে পারেন। সেই জল্পনাই সত্যি হল আজ।
এর আগে অবশ্য চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনারের স্ত্রী অনিন্দিতা কবীর রাজ্যের শাসক দলে যোগ দিয়েছিলেন। এবার চাকরি থেকে আগাম অবসর নিয়ে তৃণমূলে নাম লেখালেন হুমায়ুন কবীর।
আরও পড়ুনঃ নির্বাচনের প্রাক্কালে বদলি দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক
বাম আমলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সুনজরে ছিলেন ২০০৩ সালে রাজ্য পুলিশে যোগদানকারী আইপিএস অফিসার হুমায়ুন কবীর। ২০১১ সালে রাজ্যপাটে পালা বদল হয়। কিন্তু, হুমায়ুন ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপাত্র হয়ে ওঠেন। তৃণমূল জমানায় মুর্শিদাবাদে পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম সমালোচক কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর গড় হিসাবে পরিচিত বহরমপুর তথা মুর্শিদাবাদ। পরে তাঁকে চন্দননগরের পুলিশ কমিশনার পদে পোস্টিং দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584