বীরভূমে ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকার আশ্বাস কমিশনের

0
35

পিয়ালী দাস,বীরভূমঃ
বুধবার বীরভূমের সিউড়িতে গিয়ে প্রশাসনিক বৈঠক করলেন অজয় নায়েক।সেখানে উপস্থিত ছিলেন শাসক-বিরোধী সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা।বৈঠকের পর বিশেষ পর্যবেক্ষক জানিয়ে দিলেন,বীরভূমেও নির্বাচনে সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী।অর্থাৎ রাজ্য পুলিশকে দায়িত্ব দেওয়া হবে না কোনও বুথের।

Assurance to appoint central forces at every booth of birbhum
নিজস্ব চিত্র

বুধবার প্রশাসনিক বৈঠকের পর বেরিয়ে অজয় নায়েক বলেন, “বিরোধী দলের প্রতিনিধিরা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোটের দিন কারচুপি করতে পারে শাসক দল। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দফতরের সঙ্গেও সুরক্ষা ব্যবস্থার ব্যাপারে কথা বলেছি। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই জেলায় ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন করা হবে।”
বিশেষ পর্যবেক্ষকের এই সিদ্ধান্তের পর বীরভূমের এক বি.জে.পি নেতার বক্তব্য, “প্রথম তিন দফার ভোটে ভালো কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী।সে সব বুথে রাজ্য পুলিশ ছিল সেখানেই কারচুপি করার চেষ্টা করেছে তৃণমূল।আমরা বারবার কমিশনের কাছে এ ব্যাপারে আবেদন করেছি।কমিশন জানিয়েছে চতুর্থ দফার ভোটে ৯৮ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে।তৃণমূল জানে বীরভূমের দুটি লোকসভার বিদায়ী সাংসদ শতাব্দী রায় ও অনুপম হাজরা কোনও কাজ করেননি এই জেলার জন্য।তাই এ বার বীরভূম জেলার লোক বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন।আমরা বিশেষ পর্যবেক্ষকের কাছে জানিয়েছিলাম,তৃণমূল ভোট লুঠ করার চেষ্টা করতে পারে। তারপরেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশনের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি।”

এই ব্যাপারে স্থানীয় এক তৃণমূল নেতার বক্তব্য, “আমাদের মুখ্যমন্ত্রীর জানিয়ে দিয়েছেন, যত কেন্দ্রীয় বাহিনী আসুক না কেন,বি.জে.পি কিছুই করতে পারবে না।কারণ মানুষ ভোট দেবেন, কেন্দ্রীয় বাহিনী নয়।আর মানুষ জানেন,তৃণমূল গত পাঁচ বছরে রাজ্যের কত উন্নয়ন করেছে। তাই ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দিলেও জয় আমাদেরই হবে।”
চতুর্থ দফায় আরও বেশি অর্থাৎ ৯৮ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছে কমিশন। অর্থাৎ আধাসেনার পরিমাণ আরও বাড়ানো হচ্ছে।পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের সময় রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার ঘটনায় এই জেলা ছিল রাজ্যের মধ্যে অন্যতম।পাড়ুই,লাভপুর,সাঁইথিয়া, মহম্মদবাজার, ইলামবাজার,বোলপুর-সহ বীরভূমের বেশিরভাগ এলাকাতেই সংঘর্ষ হয়েছিল।

আরও পড়ুনঃ বিদেশ যাত্রায় বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে ভারতের বলিষ্ঠ আওয়াজ,বীরভূমে মোদী

নির্বাচন কমিশনের কাছে সে সবের রিপোর্ট রয়েছে।আর তাই লোকসভার আগে কোনও ঝুঁকি নিতে চাইলেন না কমিশন। বীরভূমের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১০০ শতাংশ বুথে মোতায়েন করা হলো কেন্দ্রীয় বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here