অমিত শাহের সফরের আগেই খড়্গপুরে তৃণমূলে যোগ শতাধিক বিজেপির কর্মীর

0
3087

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত রূপনারায়ণপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষের নেতৃত্বে কেন্দ্র সরকারের কৃষি বিল বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মহা মিছিলের আয়োজন করা হয়।

joined tmc party | newsfront.co
যোগদান। নিজস্ব চিত্র

ওই মহামিছিলে নির্মল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গণ উপস্থিত ছিলেন।ওই মহামিছিলে এসে বিজেপি দল ছেড়ে এক বিজেপি নেতা সহ শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিজেপি নেতা বিপ্লব মন্ডলের নেতৃত্বে বিজেপি কর্মীরা, বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ।

tmc leader | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে নির্মল ঘোষ বলেন, অমিত শাহ শনিবার মেদিনীপুরের সভা করতে আসবেন। তার আগের দিন বিজেপি ছেড়ে দলে দলে মানুষ তৃণমূলে শামিল হচ্ছেন। কারণ তারা বিজেপিকে বিশ্বাস করেন না, মমতাকে বিশ্বাস করেন। তাই মমতার পাশে থাকার জন্য তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করার জন্য বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলকে তিনি দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ তৃণমূল ত্যাগী শ্যামাপ্রসাদকে দলে নেওয়ার বিরুদ্ধে বিষ্ণুপুরে বিজেপি কর্মীদের বিক্ষোভ

সেই সঙ্গে নির্মল ঘোষ বলেন তৃণমূলে থাকলে নেতা হওয়া যায়, কিন্তু বিজেপিতে গেলে সবাই ঠোঙা হয়ে যায়। তাই এই এলাকার বিজেপির নেতা বিপ্লব মন্ডল শতাধিক দলীয় কর্মী ও সমর্থক কে নিয়ে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে যারাই বলছে তৃণমূল ধ্বংস হয়ে যাবে তৃণমূল দলটাই থাকবে না, তারাই আগামী দিনে থাকবে কিনা সেটাই মানুষ বিচার করবেন। কারণ এই বিধানসভা নির্বাচনের পর ২০২৪সালের লোকসভা নির্বাচন।

বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে যেমন প্রত্যাখ্যান করবে তেমনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভারতবর্ষের প্রতিটি মানুষ বিজেপিকে আস্তাকুঁড়েতে ছুঁড়ে ফেলে দেবে।তাই তিনি সর্বস্তরের মানুষকে মমতার হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করার আহ্বান জানান। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বিপ্লব মন্ডল বলেন যাদের কোন নীতি আদর্শ নেই যারা দল ভাঙানোর খেলায় মত্ত হয়ে উঠে পড়েছে তাদের সাথে থেকে মানুষের কাজ করা সম্ভব নয়।

আরও পড়ুনঃ দলত্যাগ! শুভেন্দু অনুগামী মেদিনীপুর পুরসভার প্রাক্তন পৌর প্রধান প্রণব বসু’র

যারা মানুষের কোনদিন উন্নয়ন করেনি মানুষের ক্ষতি করে, তাই সেই বিজেপি দল করে ভুল করেছিলাম। তাই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তোলার জন্য আগামী দিনে তিনি কাজ করবেন বলে জানান। তবে অমিত শাহের সফরের আগের দিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান এর ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকের মতে এর ফলে বিপাকে পড়বে বিজেপি।

আরও পড়ুনঃ দুর্নীতি মুক্ত ডোমকল গড়তে ডিওয়াইএফআইয়ের মিছিল

কারণ বহু মানুষ বিজেপির কাজকর্ম পছন্দ করছেন না সেই সঙ্গে তৃণমূলের যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে দলে নিচ্ছে বিজেপি। তাই বিজেপিকে তারা আগামী দিনে এই এলাকায় মাথা তুলে দাঁড়াতে দেবেনা বলে অঙ্গীকার করেন। কয়েকদিন আগেই যাদের বিরুদ্ধে চোর বলে পোস্টার দেওয়া হয়েছিল, চাল চোর, আমপানের টাকা চোর ,সেই চোরদের যারা দলে নেই তারা ডাকাত বলে মন্তব্য করেন বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া এক কর্মী।

তাদেরকে দলে নেওয়ায় বিজেপির একাংশ যে ক্ষুব্দ তাই অমিত শাহের সভার আগের দিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান এর ঘটনা প্রমাণ করে বলে অনেকেই অনুমান করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here