ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
শ্রমিক বিক্ষোভ ফের উত্তপ্ত সুরাট- চালানো হলো ভাঙচুর, পুলিশের উপর ইট-পাথর বৃষ্টি।
The #MigrantWorkers in #Surat damaged glass walls & vehicles parked at under construction site of Surat Diamond Bourse, demanding permission to go back home. The Godi Media won't show you this because there's no mosque in the vicinity. #COVID19
— Md Salim (@salimdotcomrade) April 28, 2020
প্রথম ঘটনাটি ঘটে সুরাটের খাজোড় এলাকায়। ডায়মন্ড ব্রাউজ কম্প্লেক্স নামক একটি নির্মীয়মান কমপ্লেক্স তৈরির কাজ করছিলেন বাইরের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। লকডাউনের কারণে সেই কাজ বন্ধ ছিল। তারাও সেখানে আটকে পড়েছলেন।শ্রমিকদের অভিযোগ হঠাৎ করে তারা লক্ষ্য করেন একদল নতুন শ্রমিক কাজ করতে আসছে। তারা জিজ্ঞেস করলে নির্মাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয় তারা প্রশাসনের কাছে কাজ করার অনুমতি নিয়ে এসেছে।
Third time within a month, migrant labourers in Surat went on rampage demanding that they should be allowed to return their natives. Today morning at Diamond Bourse migrants went berserk damaging glass windows & doors at construction site @the_hindu pic.twitter.com/3QKe2dLtwi
— Mahesh Langa (@LangaMahesh) April 28, 2020
সুরাট পুলিশের ডিসিপি বিধি চৌধুরী জানান,”বাইরে থেকে আসা শ্রমিকদের দেখেই ওখানে থাকা শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের দাবি বাইরে থেকে শ্রমিক এনে যদি কাজ করানোই হবে, তাহলে তারা বাড়ি ফিরতে পারবে না কেন?”
Workers in #Surat resort to voilence near Surat Diamond Bourse.#Gujarat pic.twitter.com/lgfXfbdjup
— Shalinder Wangu (@Wangu_News18) April 28, 2020
তারপরেই পরিস্থিতি ঘোরালো হয়। সেখানে থাকা শ্রমিকরা ভাঙচুর শুরু করে। সেখানে থাকা কিছু গাড়ি ভেঙে উল্টে দেয়, সংস্থার অফিসেও ভাঙচুর চালায় তারা। পরে পুলিশ এসে তাদের নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন:লকডাউনের মাঝেই পরপর দুদিন সুরাটের রাস্তায় নামল পরিযায়ী শ্রমিকরা
অন্যদিকে সুরাটেরই ডিনডোলি এলাকায় কয়েকশো পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার দাবিতে রেললাইনের উপর বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ তাদের ঘরে ঢুকতে বললে তারা ইট-পাথর ছুড়তে শুরু করে।
মূলত উড়িষ্যা, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ ও বিহার থেকে সুরাটের বিভিন্ন কলকারখানায় বিশেষ করে বস্ত্র কারখানায় প্রায় দশ লক্ষ শ্রমিক কাজ করে।লকডাউনের পর থেকেই আটকে থাকা শ্রমিকেরা বেশ কয়েকবার বিক্ষোভ দেখায় ও শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত হয় সুরাট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584