অবস্থান থেকে আমরণ অনশনের পথে মালদহের ছাত্ররা

0
317

শুভদীপ ভট্টাচার্য,মালদহঃ

সদ‌্য অনশনের জয় দেখেছে পশ্চিমবঙ্গ, দেখেছে অনমনীয় জেদে দাবী আদায় করে নেওয়া। কর্তৃপক্ষের শাসানি, চোখরাঙানির বিরুদ্ধে স্পর্ধা নিয়ে লড়াই এর ফল হিসেবে দাবী আদায় করেছে এমসিকে।লড়াই দিয়েছে প্রেরণা, দিয়েছে মেরুদন্ড। সেই প্রেরণার থেকে লড়াই মালদার জিকেসিআইইটি এর। ২০১০ সালে হয় ঘটা করে ভিত্তিপ্রস্তর স্থাপন। শুরু হয় ভর্তি-পঠন পাঠন।

নিজস্ব চিত্র

পাঠ শেষে ছাত্রদের মাথায় আকাশ ভেঙে বৃষ্টির মত নেমে আসে এক দারুণ অভিশাপ। জানে অনুমোদন নেই কলেজের। বহু আন্দোলনের পর অবস্থান বিক্ষোভে বসে ছাত্ররা। প্রায় সত্তর ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও কতৃপক্ষ নীরবই। ফোন ধরছেননা ছাত্রদেরও। চেয়ারম‌্যান সৌমিত্র সরকারও করতে পারেননি সায় উত্তর।অ‌্যাকাডেমিক ডিন নীলকান্ত বাবুকে, ফোন করলে ‘জানিনা’ বলে দায় এড়িয়ে যান তিনি। ছাত্রদের অবস্থান বিষয়েও বিন্দুমাত্রও দেখাননি আগ্রহ।

নিজস্ব চিত্র

অনুমোদন সম্পর্কে জানতে চাইলে ‘উর্দ্ধতনের নিষেধে’র অজুহাত খাড়া করে পাশ কাটিয়ে যান প্রশ্নের। দায়সাড়া মনোভাবই দেখান ছাত্রদের প্রতি। এমতাবস্থায় দিশাহারা ছাত্ররা জানিয়েছে কর্তৃপক্ষ দায় না নিলে তারা সোমবার থেকে অনশনের পথ বেছে নেবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here