শ্যামল রায়, নবদ্বীপঃ
স্ত্রীকে শারীরিক অত্যাচার, মারধোর করে মেরে ফেলার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল স্বামী ও শ্বশুরকে। বাকি অভিযুক্তরা পলাতক। রবিবার নবদ্বীপ থানার পুলিশ আধিকারিক সুরজিৎ ঘোষ জানিয়েছেন যে অগ্নিদগ্ধ গৃহবধূর নাম মৌসুমী দেবনাথ বাড়ি নবদ্বীপ পুর এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল নগর বিবেকানন্দ বিনোদন পার্ক সংলগ্ন রেললাইন পাড়ে। ওই বধূর একটি কন্যা সন্তান রয়েছে। পুলিশ স্বামী প্রদিপ দেবনাথ ও শ্বশুর প্রাণ বল্লভ দেবনাথকে গ্রেফতার করে নবদ্বীপ আদালতে পাঠালে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুনঃ চন্দননগরে গলায় রুটি ঝুলিয়ে বিক্ষোভ বিএসএনএল কর্মীদের
অভিযোগকারী বধূর মা বাণী রায়চৌধুরী জানান যে,বিবাহের পর থেকে মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার করে আসছিল জামাই সহ শ্বশুর শাশুড়ি এবং ননদ ননদাইরা। শুক্রবার রাতে মেয়েকে প্রচণ্ড মারধর করে এবং গায়ে কেরোসিন ঢেলে মেরে ফেলার চেষ্টা করেছিল বাড়ির সকলে মিলে।
বাড়ির আশেপাশের লোকজন চিৎকার শুনে এগিয়ে আসে এবং দ্রুত তারা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। তারপর অবস্থা সঙ্কটজনক হওয়ায় ওই গৃহবধূকে দ্রুত শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মৌসুমী দেবনাথ কে জোরপূর্বক গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বাড়ির লোকেরা। জামাই প্রদিপ দেবনাথ মেয়ের সাথে প্রায়ই মারধোর অশান্তি করতো বলে জানান ওই গৃহবধূর বাড়ির লােকেরা।
আরও পড়ুনঃ দুই কিশোরের দেহ উদ্ধার
কিন্তু অভিযুক্ত শশুর প্রাণ বল্লভ দেবনাথ জানিয়েছেন যে,”বৌমা নিজ ইচ্ছায় পারিবারিক অশান্তি এবং ছেলের সাথে জোর বিতর্কের কারণে নিজেই কেরোসিন মেখে আগুন ধরাই। এর সঙ্গে আমাদের কোন আগুন ধরানোর সম্পর্ক নেই।
মাঝেমধ্যে বৌমার অন্য কোন এক সম্পর্ককে ঘিরে ছেলের সাথে বাকবিতণ্ডা হত বলে তারা জানতে পারে। তবে আমরা বৌমাকে কোন ভাবে মানসিক এবং শারীরিক অত্যাচার করিনি এবং আমার ছেলেও করেনি। মেয়ের মা চক্রান্ত করে মিথ্যা অভিযোগ দায়ের করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। তবে পুলিশ তদন্ত করলে প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে।” তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584