শ্যামল রায়,কালনাঃ
কালনায় এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পুলিশ স্বামী ও শাশুড়ি কে গ্রেপ্তার করেছে।ধৃত দুজনকে বুধবার কালনা মহকুমা আদালতে তোলা হলে স্বামী কে ৫ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। শাশুড়ি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। মেয়ের মৃত্যুর জন্য দায়ী পরিবারের লোকজন অভিযোগ দায়ের করেছেন মৃতার মা। মায়ের অভিযোগ চার বছর আগে কালনা থানার অন্তর্গত পাতুলিয়া গ্রামের বাসিন্দা সঞ্জয় সাথে প্রেম ভালোবাসা করে বিয়ে করে কিন্তু বিয়ের পর থেকেই স্বামীর বাড়ির লোকজন মেয়ের উপর শারীরিক মানসিক অত্যাচার শুরু করে। মাঝে চার মাস আগে মেয়ে অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়িতে চলে আসে,এর পর ফিরে আবার ফিরে যায় শশুর বাড়ি।ওখানে মেয়ে অত্যাচার সহ্য করতে না পেরে গত ১৭ নভেম্বর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মেয়ের মায়ের অভিযোগ যে “আমরা ঝারগ্রাম এর বেলপাহাড়ি কেন্দা পারা গ্রাম-এ বসবাস করি। তাই মেয়ের মৃত্যুর খবর অনেকটা পরে আমরা জানতে পারি।
মঙ্গলবার ফিরে এসে কালনা থানায় অভিযোগ দায়ের করি জামাই এবং শাশুড়ির বিরুদ্ধে। মেয়েটির ময়নাতদন্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে। আমরা দোষীদের শাস্তি চাই।”এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584