নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত পূর্বগ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম নাসপাতি বিবি (২৫)। ছয় বছর আগে পেশায় সাইকেল মিস্ত্রি নাসিম সেখের সাথে তার বিয়ে হয়।

জানা গিয়েছে, শ্বশুরবাড়ি থেকে ৮০হাজার টাকা পণের দাবি করা হয়। তা না আনতে পারায় গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করে স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা। পাঁচজনের বিরুদ্ধে সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ রায়গঞ্জে করোনা আক্রান্ত দম্পতি, ভর্তি করা হল কোভিড হাসপাতাল
অভিযোগের ভিত্তিতে শাশুড়ি নুনি বিবিকে সালার থানার পুলিশ গ্রেফতার করেছে। বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584