নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
স্ত্রীকে আহত করে নিজে আত্মঘাতী হওয়া ব্যক্তির মৃতদেহ সোমবার ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে রায়গঞ্জের দাবীনগর এলাকাতে। পারিবারিক বচসায় স্ত্রীকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে নিজে ঘরের ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম গৌতম মল্লিক(৩০)।

তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স চালক। জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় স্ত্রী বেনু রানি মল্লিককে বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে শোওয়ার ঘরের দরজা বন্ধ করে দেন তিনি।
আরও পড়ুনঃ ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও দুষ্কৃতীরা
রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তার স্ত্রী। মৃতের একমাত্র ছেলে ও পড়শিরা উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাকে। বেনুদেবীকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনলে গৌতমবাবুকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন তারা। এলাকায় নেমেছে শোকের পরিবেশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584