পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি হেমতাবাদ থানার হরিনারায়নপুর গ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্তরা পলাতক।
হেমতাবাদ থানার হরিনারায়নপুরের বাসিন্দা ১৫ বছর আগে মহঃ হানিফের সাথে বিয়ে হয় অলিভিয়া পারভিনের। বিয়ের পর থেকে সুখেই সংসার করছিলো তারা।
তাদের একটি সন্তান আছে। মাস তিন চারেক আগে গোপনে আরেকটি বিয়ে করে হানিফ। এই ঘটনা জানতে পেরে তার স্ত্রী অলিভিয়া প্রতিবাদ করে। তিন চার মাস যাবৎ হানিফের সাথে এ ঘটনা নিয়ে প্রায়ই অশান্তি হতো অলিভিয়ার সাথে। এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুনঃ লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু
শুক্রবার রাতে অলিভিয়াকে বাড়িতে খুন করে মাটিতে পুঁতে দিয়ে পালিয়ে যায় স্বামীসহ পরিবারের লোকেরা বলে অভিযোগ। শনিবার সকালে রান্নাঘরের উনানে মাটিতে পোঁতা অবস্থায় অলিভিয়ার পা দেখতে পান প্রতিবেশীরা।
বিষয়টি জানাজানি হতেই প্রচুর মানুষ ভিড় করেন বাড়িতে। খবর পেয়ে পৌঁছায় হেমতাবাদ থানায় বিশাল পুলিশ বাহিনী।অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে মৃতের আত্মীয়রা। হানিফসহ পরিবারের লোকেরা পলাতক। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584