নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের ৮ নম্বর মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের দুলাল সরকার নামে এক ব্যক্তিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তার স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে। দুলাল সরকারের বাড়ির লোকের অভিযোগ, গত শনিবার রাতে দুলাল সরকারের গায়ে আগুন লাগিয়ে দেয় তার স্ত্রী ও স্ত্রীর প্রেমিক।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে তাকবীর খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার
এরপর দুলাল সরকারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে গঙ্গারামপুর কালদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে রেফার করা হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। আজ দুলাল সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এরপর দুলাল সরকারের মৃতদেহ ময়নাতদন্ত হয় বালুরঘাট পুলিশ মর্গে। দুলাল সরকারের পরিবার, দুলাল সরকার কে হত্যার কারণে তার স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে। এই হত্যার প্রতিবাদে দুলাল সরকারের পরিবারের লোকেরা অভিযুক্তদের চরম শাস্তির দাবি করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584