নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
দাম্পত্য বিবাদের জেরে স্ত্রী’র গলা কেটে খুন করল স্বামী। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার মাড়গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম আজিজা বিবি (৩০)।

পরিবার সূত্রে জানা গেছে, তেরো বছর আগে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার মাড়গ্রামের বাসিন্দা আজিজা বিবির সঙ্গে বিয়ে হয় নবগ্রাম থানার মহরুন গ্রামের বাসিন্দা আমবুর সেখের । কিন্তু বিয়ের কিছু মাস পর থেকেই আজিজা বিবির সাথে আমবুর সেখের পারিবারিক অশান্তি লেগেই থাকত। বিবাদের জেরে বিগত চার বছর ধরে বাপের বাড়িতে থাকতেন আজিজা বিবি।
আরও পড়ুনঃ পোস্ট অফিস বন্ধের প্রতিবাদে পথ অবরোধ তিওরে
মঙ্গলবার সকালে স্বামী আমবুর সেখ একটি ধারালো অস্ত্র নিয়ে বাপের বাড়িতে আসেন গৃহবধূকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেন, কিন্তু তিনি যেতে অস্বীকার করে এবং খড়গ্রাম থানায় জানানো হলে মঙ্গলবার সকালে আটক করে নিয়ে যায় আমবুর সেখকে।
মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে দেয় পুলিশ। মঙ্গলবার রাতে পুনরায় খড়গ্রাম থানার মাড়গ্রামে বাপের বাড়ি ঢুকে আজিজা বিবিকে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ। আজিজা বিবি তার দুই সন্তান ও বোনকে নিয়ে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন তাকে খুন করে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ বুনিয়াদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে বাড়িতে ঢুকে পড়ল গাড়ি
ঘটনার জেরে চিৎকার করলে গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার রাত দুটো নাগাদ এই ঘটনার জেরে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
ঘটনার পর পলাতক অভিযুক্ত স্বামী আমবুর সেখ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, খড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা মর্গে পাঠিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584