শিক্ষক স্বামীর বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ, পঞ্চায়েত সদস্যা স্ত্রীর

0
60

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

wife | newsfront.co
অভিযোগপত্র হাতে কাকলি সামন্ত দাস। নিজস্ব চিত্র

তৃণমূলের নির্বাচিত সদস্যাকে দীর্ঘ দিন ধরে অত্যাচারের অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্যার অনিচ্ছা সত্ত্বেও গর্ভের সন্তানকে নষ্ট করার মতো বিস্ফোরক অভিযোগ উঠল পেশায় প্রাইমারি শিক্ষক স্বামীর বিরুদ্ধে। অভিযোগ নিয়ে ইতিমধ্যেই মেদিনীপুর কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছেন কাকলি সামন্ত দাস নামে শালবনি পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিষ্ণুপুর ২ নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্যা।

আরও পড়ুনঃ দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

অভিযোগ, কাকলি সামন্ত দাসের সাথে শালবনির ভাউদী প্রাথমিক স্কুলের শিক্ষক শান্তনু দাসের বিয়ে হয় ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে। এরপর থেকে মেদিনীপুর শহরের রাঙামাটিতে ভাড়াবাড়িতে কাকলিদেবীর সাথে সংসার পেতেছিলেন শান্তনু দাস। দিন কয়েক সব ঠিকঠাক থাকার পরেই কাকলি সামন্ত দাসের উপরে অত্যাচার শুরু হয় বলে অভিযোগ।

housewife | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ১০

নিত্যদিন শারীরিক অত্যাচারের পাশাপাশি চলতি বছর জুলাই মাসে তাকে ভুল বুঝিয়ে ওষুধ খাইয়ে গর্ভপাত করানো হয় বলে অভিযোগ কাকলি সামন্ত দাসের। এরপরই তিনি মেদিনীপুর কোতোয়ালি থানায় শান্তনু দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও ঘটনার পর থেকেই মেদিনীপুর ছাড়া শান্তনু দাস। ঘটনার পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা।

দলের শীর্ষ নেতৃত্বকে ইতিমধ্যেই গোটা বিষয় জানিয়েছেন কাকলি সামন্ত দাস। পাশে থাকার বার্তা দিয়েছে দলীয় নেতৃত্ব। অভিযুক্তের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেত্রী মিনু কোয়ারী।

দলের নির্বাচিত জনপ্রতিনিধি যদি “ডোমেস্টিক ভায়োলেন্স”এর শিকার হয় তবে সাধারণ মহিলার সুরক্ষা কোথায়, প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here