নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
নিজের স্ত্রীকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে পাচারকারীদের কাছে বিক্রি করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযোগটি করেছেন স্বয়ং স্ত্রী। পাচারকারীদের খপ্পর থেকে কোন মতে পালিয়ে মঙ্গলবারই চোপড়ার দক্ষিণ কুলহারা গ্রামে ফিরে এসেই এই অভিযোগ করেন স্ত্রী। পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি।
ওই মহিলা জানিয়েছেন, মোটা টাকার বিনিময়ে ভিন রাজ্যে তাকে বিক্রি করে দিয়েছিল স্বামী মহম্মদ আলম। অভিযোগ, অন্য একটি বিয়ে করে স্বামী তাকে অত্যাচার শুরু করায় তিনি বাপেরবাড়ি ফিরে আসার পথে তাকে অপহরণ করা হয়েছিল। স্বামীর মদতে এই ঘটনা ঘটেছিল। পাচারকারীরা তাকে হরিয়ানা নিয়ে যায়। সঙ্গে গৃহবধূর দেড় বছরের কন্যা সন্তানও ছিল।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে করোনায় আক্রান্ত এক বছরের শিশু
কিন্তু এরপর সে একদিন পাচারকারীদের আস্তানা থেকে সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে জিন্দ থানায় এসে উপস্থিত হয় এবং সমস্ত ঘটনা খুলে বলে পুলিশকে। পুলিশের সহযোগিতায় এবং তার বাবা সেখানে পৌঁছে তাকে নিয়ে আসেন চোপড়ায়। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানান, ওই গৃহবধূকে বিক্রি করে দেওয়া হয়েছিল কিনা তা এখনও পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত সাপেক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584