স্বামীর দেহ মর্গে,ভোটের লাইনে স্ত্রী

0
205

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

স্বামীর দেহ মর্গে রেখেই সকাল সকাল লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন স্ত্রী গতকাল রাত্রে রাজনৈতিক কারণে খুন হয়েছেন পরিবারের কর্তা রমেন সিং। দেহ মর্গে রেখেই ভোট দিলেন মৃতের স্ত্রী ছাড়াও মা,দাদা স্বপরিবারের।

Husband's body morgue wife in voting  line
নিজস্ব চিত্র

রবিবার সকাল ৭ টা থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ। রোদের হাত থেকে বাঁচতেই সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন।গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধী ৭ নম্বর অঞ্চলের ১১৩ নম্বর জুনাশোল বুথেও লম্বা লাইনের কোন ব্যতিক্রম নয়নি।

এদিন সকালে মৃতের স্ত্রী বাসন্তী সিং নীল রঙের শাড়ি পড়ে ভোট দিতে আসেন।তার আগেই ৬০ বছর বয়সী মৃতের মা নিরলা সিং ও মৃতার দাদা বীরেন সিং ভোট দিয়েছে।

আরও পড়ুনঃ ষষ্ঠ দফা শুরুর আগেই , ঝাড়গ্রামে বিজেপি বুথ সভাপতিকে হত্যার অভিযোগ

পরিবার সূত্রের জানা যায়, রমেন সিং যে মারা গিয়েছেন তার কথা জানেন না তাঁর স্ত্রী ও মা।কিন্তু দাদা জানতো যে ভাই আর নেই।তাই ভাইয়ের মৃত্যুর সংবাদ পরিবারের কাও কে না জানিয়ে দলকে জেতানোর জন্য ভোট দিলেন পরিবারের সদস্যরা।ভোটের লাইনেই দাঁড়িয়ে রমেনের স্ত্রী বাসন্তী সিং বলেন,রাত্রে তৃণমূলের লোকজন এসে আমার স্বামীকে লোহার রড দিয়ে মারধর করেছে।এখনও হাসপাতালে ভর্তি আছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here