ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ট্রাইব্যুনাল রিফর্মস বিল -২০২১’ প্রসঙ্গে শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে কেন্দ্র। সোমবার সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে প্রধান বিচারপতি এন ভি রামানার বেঞ্চ জানতে চায় শীর্ষ আদালতের বাতিল করে দেওয়া অংশগুলি রেখে কিভাবে সংসদে ট্রাইব্যুনাল রিফর্মস বিল- ২০২১ পাশ করা হলো।
ট্রাইব্যুনাল রিফর্মস বিল-২০২১-এর বেশ কিছু ধারাকে আগেই খারিজ করে মাদ্রাজ বার অ্যাসোসিয়েশন। এবার কেন্দ্রকে সেই প্রশ্নের মুখে পড়তে হলো শীর্ষ আদালতে , যে ধারাগুলো আগেই খারিজ করেছে আদালত, সেই একই ধারা সহ কিভাবে সংসদে এই বিল পাস করানো হল?
এদিন সুপ্রীম কোর্ট প্রশ্ন তুলেছে ট্রাইবুনালের কাজকর্ম সঠিক ভাবে পরিচালনার জন্য আদালত বারবার নির্দেশ দিলেও কেন্দ্রীয় সরকার সে নির্দেশ মানছে না। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের বক্তব্যের উল্লেখ করেন।
আরও পড়ুনঃ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছলেন সুস্মিতা দেব
প্রধান বিচারপতি আরও বলেন,” সংসদের কার্যপদ্ধতি নিয়ে আমরা কিছু বলছি না। কিন্তু আদালতের সুনির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও খারিজ করে ধারাগুলি রেখেই এই বিল পাশ করানো হয়েছে। আদালতের জানা প্রয়োজন নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে সরকার এই বিল পাশ করলো। সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন সরকার যখন এই বিল পেশ করেছে, সংশ্লিষ্ট মন্ত্রক নিশ্চয় তার কারণ দেখিয়ে কোন নোট পেশ করেছে। সেই নোট আদালতে পেশ করার কথাও বলেন প্রধান বিচারপতি।
আরও পড়ুনঃ পেগাস্যাস কাণ্ডে বিশেষজ্ঞ কমিটি গঠন করবে কেন্দ্র, সুপ্রীম কোর্টে হলফনামা
এই নোট পেশ করা প্রসঙ্গে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, এই বিল যতক্ষণ না আইনে পরিণত হচ্ছে ততক্ষণ তাঁর পক্ষে এই বিষয়ে বিশদে কিছু বলা সম্ভব নয়। তিনি বলেন, “আমি এই মুহূর্তে এই বিষয়ে উত্তর দেবার মত অবস্থায় নেই।” সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে আরো জানান যে, ট্রাইব্যুনাল সংক্রান্ত মামলাটি দেখছেন দেশের এটর্নি জেনারেল কেকে বেণুগোপাল। এই বিষয়ে কোন মন্তব্য করতে গেলে তাঁকে এটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শ করতে হবে। সেকারণে আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেন সলিসিটর জেনারেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584