কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
আইএসএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদ এফসি ওড়িশাকে হারিয়ে লীগ টেবিলের শীর্ষে রইল। বৃহস্পতিবার গোয়ার তিলক স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ ম্যাচে উইকেট হারিয়ে মূল্যবান পয়েন্ট অর্জন করে তালিকার শীর্ষে উঠে এলো হায়দরাবাদ এফসি।
এদিন প্রথম থেকেই ম্যাচ আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে ওড়িশা এফসির নান্দ কুমার সেকার বাঁ দিক থেকে বাড়ানো ক্রস থেকে জেরি ফ্লিককে গোল করে দলকে এগিয়ে দেয়। কিন্তু বিরতির পর হায়দ্রাবাদ এফসি কোচ সৌভিক চক্রবর্তীর পরিবর্তে সাহিলকে মাঠে নামিয়ে ম্যাচ মাঝে আরও শক্ত করেন।
এর ফলস্বরূপ ছয় মিনিটের মধ্যে কাউন্টার অ্যাটাক থেকে হায়দ্রাবাদ এফসি আকাশ মিশ্রর বাড়ানো বলে জুয়েল চিয়ানেসে হায়দ্রাবাদ এফসির হয়ে গোল পরিশোধ করে দেয়। এদিনের ম্যাচে বল পরিশোধ থেকে পাসিং অ্যাকুরেসি সমান সমান পাল্লা দেয় দুই দলই, কিন্তু হায়দ্রাবাদ এফসি আক্রমণভাগের খেলোয়াড অতি সক্রিয় দেখাচ্ছিলো। একটি বক্সে এমত সত্তর মিনিটের মাথায় গোল করে দলকে ২-১ এগিয়ে দেয়।
.@Jonathasjesus22 with an 𝙞𝙣𝙘𝙧𝙚𝙙𝙞𝙗𝙡𝙚 𝙛𝙞𝙣𝙞𝙨𝙝 but @OdishaFC fall just short! 👏#OFCHFC #HeroISL #LetsFootball pic.twitter.com/Ivgkemvety
— Indian Super League (@IndSuperLeague) January 27, 2022
.@HydFCOfficial extend their lead at the 🔝 of the #HeroISL 2021-22 table after a hard-fought victory against @OdishaFC 🔥#OFCHFC #LetsFootball pic.twitter.com/b4qb8Gz1TP
— Indian Super League (@IndSuperLeague) January 27, 2022
এদিনের ম্যাচ জিততে দুই দলই মরিয়া হয়ে ওঠে এমত অবস্থায় পরিশেষে একটি পরিবর্তন করে ম্যাচের ৭০মিনিটের মাথায় জুয়াও ভিক্টর আশীষ রায়ের থ্রো বল থেকে দুরন্ত ভলিতে গোলকিপার আশাদীপ সিংকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেয়। এর ঠিক দুই মিনিট পর হায়দ্রাবাদ এফসি বিপক্ষের বক্স বাইরে ফ্রিকিক পায়। আকাশ মিশ্র দুর্দান্ত হেড করে হায়দ্রাবাদ এফসির জয় নিশ্চিত করে দেয়।
আরও পড়ুনঃ মহামেডানে যোগ দিলেন সন্দীপ নন্দী
𝐖𝐇𝐀𝐓 𝐀 𝐒𝐓𝐑𝐈𝐊𝐄!!! 😮🔥
The @HydFCOfficial skipper, @JOAOVICTORBRUNO surely enjoyed his stunning goal! 💥#OFCHFC #HeroISL #LetsFootball pic.twitter.com/OGHGZggu5Y
— Indian Super League (@IndSuperLeague) January 27, 2022
কিন্তু ম্যাচের ৮৪ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে বল পেয়ে ওড়িশা এফসির জোনাথন ক্রিস্টান দুর্দান্ত গোল ম্যাচের ফল ২-৩ করে দেয়। কিন্তু এতপরও শেষ পর্যন্ত হায়দরাবাদ এফসি তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এবং টেবিলের শীর্ষে উঠে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584